For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের অমরাবতীতে জারি 'নাইট কার্ফু', গুজরাতও নিয়ে ফেলল বড় পদক্ষেপ! করোনা উদ্বেগ অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে ক্রমেই করোনায় আক্রান্তের সংখ্যা উদ্বেগে রাখতে শুরু করে দেশকে। এরপরই লোকাল ট্রেন থেকে সেখানে করোনা সংক্রমণ বাড়ছে বলে শোনা যায়। অন্যদিকে অমরাবতীতে নতুন করে করোনার প্রকোপ বাড়ায় মহারাষ্ট্র উদ্বেগে পড়ে। এমন অবস্থায় ফের একবার মহারাষ্ট্রের অমরাবতীতে নাইটকার্ফু চালু হবে বলে ঘোষিত হয়েছে।

মহারাষ্ট্রে ফের জারি নাইট কার্ফু, গুজরাতও নিয়ে ফেলল বড় পদক্ষেপ! করোনা উদ্বেগ অব্যাহত

মহারাষ্ট্রের অমরাবতীতে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ। অমরাবতী জেলায় নতুন করে ৪৪৯ টি করোনা আক্রান্তের খবর মিলেছে। প্রসঙ্গ, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই মহারাষ্ট্রে করোনার প্রকোপ রীতিমতো বাড়তে থাকে। সেই দিকে নজর রেখে রাতের মহারাষ্ট্রের এই অমরাবতীতে ভিড় কমাতে নাইট কার্ফু জারি হল।

এদিকে, রাতের কার্ফুর মেয়াদ বাড়িয়ে দিল মহারাষ্ট্র সংলগ্ন গুজরাতের কিছু অংশ। সুরাত থেকে ভদোদরা,রাজকোট, আমেদাবাদে রাতের কার্ফুর মেয়াদ বাড়ানো হয়েছে।মধ্যরাত থেকে ভোর ৬ টা পর্যন্ত সেখানে রাতের কার্ফুর মেয়াদ বাড়ানো হবে। গত ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্ফুর মেয়াদ রয়েছে আপাতত।

English summary
Maharashtra re imposed Night Curfew as Amravati as Fresh Cases Rises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X