বিজেপি-শিবসেনা সংঘাতের মাঝে পাঁচতারা হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে দেবেন্দ্র-সঞ্জয়! মারাঠা রাজনীতি তোলপাড়
মহারাষ্ট্র এই মুহূর্তে দেশের মধ্যে কার্যত করোনার আঁতুরঘর। তবে তার চেয়েও বেশি বলিউড , মাদক যোগ ও রাজনীতি নিয়ে তোলপাড় গোটা মারাঠা রাজ্য। যেখানে বলিউডের মাদক যোগ নিয়ে ফের একবার মহারাষ্ট্রে শিবসেনা বনাম বিজেপির সংঘাত শুরু হয়েছে, সেখানে রুদ্ধদ্বার বৈঠকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও দেবেন্দ্র ফড়নবীশের গোপন বৈঠক সংগঠত হয়েছে বলে খবর।

'আমি দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করেছি...'
শিবসেনার দাপুটে নেতা সঞ্জয় রাউত এদিন খোলাখুলি মিডিয়াকে জানিয়েছেন, যে তিনি বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করেছেন। রাউত বলেন, ' দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর সঙ্গে কথা বলেছি গতকাল।.. '

'তিনি আমার শত্রু নন'
একধাপ এগিয়ে শিবসেনার সঞ্জয় রাউত বলেন,'
দেবন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের বিরোধীদের দলনেতা ও বিহারে বিজেপির দায়িত্বপ্রাপ্ত। আমাদের আদর্শগত বিভেদ থাকলেও তিনি আমার শত্রু নন।'

মুম্বইয়ের উপকণ্ঠে গোপন বৈঠক!
জানা গিয়েছে মুম্বইয়ের উপকণ্ঠে একটি বিলাসবহুল হোটেলে দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করেন শিবসেনার সঞ্জয় রাউত। বর্তমান মারাঠা রাজনীতির ছক অনুযায়ী দেখলে, এই বৈঠক অত্যন্ত প্রাসঙ্গিক হতে পারে বর্তমান পরিস্থিতিতে। মাদক যোগ নিয়ে যখন সুশান্ত মামলার ফাঁস ক্রমেই শক্ত হচ্ছে ও সুশান্ত মামলায় এর আগে যেভাবে শিবিসেনা প্রধান উদ্ধবপুত্র আদিত্যর নাম জড়িয়েছে , তার মাঝখানে এই বৈঠক প্রাসঙ্গিক।

উদ্ধব বৈঠক সম্পর্কে জানেন!
সঞ্জয় রাউত এদিন মিডিয়াকে বলেন, উদ্ধব ঠাকরে তাঁর সঙ্গে দেবেন্দ্র ফড়নবীশের বৈঠক সম্পর্কে জানেন। এদিকে, বিজেপির তরফে খবর, শিবসেনার সংবাদপত্র 'সামনা'র জন্য় দেবেন্দ্র ফড়নবীশের একটি সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন সঞ্জয় রাউত। সেই সম্পর্কেই এই রুদ্ধদ্বার বৈঠক।

লাদাখ সংঘাত ধীরে ধীরে কোন দিকে এগিয়ে যাচ্ছে! সেনা থেকে কূটনৈতিক শক্তি ঘিরে মুখ খুললেন জয়শঙ্কর