For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতীতে কেন মুখ্যমন্ত্রীর আসন ছাড়তে রাজি হননি? শাহকে তোপ ঠাকরে'র

গত আটদিন ধরে চলা মহারাষ্ট্র সঙ্কটে'র যবনিকা পতন ঘটেছে। মুখ্যমন্ত্রী'র চেয়ারে বসেছেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রী পদে তাঁকে এগিয়ে দিয়ে কার্যত মাস্টারস্ট্রোক প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের।

  • |
Google Oneindia Bengali News

গত আটদিন ধরে চলা মহারাষ্ট্র সঙ্কটে'র যবনিকা পতন ঘটেছে। মুখ্যমন্ত্রী'র চেয়ারে বসেছেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রী পদে তাঁকে এগিয়ে দিয়ে কার্যত মাস্টারস্ট্রোক প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের। সংখ্যায় বেশি বিধায়ক থাকা সত্ত্বেও কার্যত বড় সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বের। যদিও পরবর্তীকালে বিজেপি'র মুখ্যমন্ত্রী পদ ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

শাহকে তোপ ঠাকরের

আর এই বিতর্কের মধ্যেই ফের একবার শাহ-মোদীকে কার্যত একহাত নিলেন উদ্ধব ঠাকরে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে বুধবার রাতেই ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। গভীর রাতে রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র তুলে দেন। আর এরপর থেকে কার্যত পুরো পরিস্থিতি'র উপর নজর রাখেন তিনি। আর এরপরেই আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন শিবসেনা সুপ্রিমো। একেবারে অতীত তুলে বিজেপিকে তোপ তাঁর। বলেন, অতীতে কেন মুখ্যমন্ত্রীর আসন শিব সেনাকে ছাড়তে রাজি হয়নি বিজেপি? সম্প্রতি মুখ্যমন্ত্রী পদের জন্য একনাথ শিন্ডের নাম ঘোষণা করে চমক দিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। সেই ইস্যুতেই এবার বিজেপিকে একহাত নিলেন উদ্ধব ঠাকরে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, অমিত শাহ যদি প্রথমেই এটা করত তাহলে কখনও মহা বিকাশ অঘড়ি তৈরি হত না। যেভাবে এই সরকার হল এবং তথাকথিত একজন শিবসেনা কর্মীকে মুখ্যমন্ত্রী বানানো হল তা মেনে নেওয়া যায় না। তবে প্রথমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে বলেন বলে মন্তব্য উদ্ধব ঠাকরে'র। আগে হলে তা অনেক সম্মানজনক ভাবে হত বলে এদিন দাবি করেন তিনি। শিবসেনার একজন নেতৃত্ব হিসাবে সেদিন আপনার পাশে ছিলাম। কিন্তু এখনকার মুখ্যমন্ত্রী কখনই শিবসেনার নয় বলেও এদিন মন্তব্য সেনা সুপ্রিমোর।

কার্যত এদিন অনেকটাই আবেগপ্রবণ দেখা যায় উদ্ধব ঠাকরে'কে। পাশাপাশি নরমে-গরমে বিদ্রোহী বিধায়কদের বার্তা দিতেও শোনা যায়। বলেন, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কিন্তু মুম্বইয়ের মানুষের সঙ্গে যেন তা না করা হয়। মহারাষ্ট্র সবসময় আমার বুকের মধ্যে থাকবে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য সেনা প্রধানের। পাশাপাশি বিজেপির উদ্দেশ্যে তাঁর বার্তা, এগিয়ে চলুন...কিন্তু মহারাষ্ট্রের কোনও ক্ষতি করবেন না। এমনকি এমন সিদ্ধান্তে রাজ্যের ক্ষতি হয় তা না নেওয়ারও বার্তা শোনা যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

অন্যদিকে এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুম্বইবাসীর উদেশ্যে বার্তাও দিয়েছেন ঠাকরে। বলেন, এমন কোনও কাজ করবেন তাতে পরিবেশ এবং পরিস্থিতি'র ক্ষতি হবে। তবে ঠাকরে'কে পালটা বার্তা দিয়েছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

তাঁর দাবি, এমন সিদ্ধান্ত আমরা নেব তা সঠিক।

English summary
maharashtra political crisis: ex cm uddhav thackeray target amit shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X