For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পতনের মুখে আগাড়ি সরকার, তার মাঝেই রাউতকে ইডি তলব

পতনের মুখে আগাড়ি সরকার, তার মাঝেই রাউতকে ইডি তলব

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে আরও জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। আগাড়ি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার বিদ্রোহী বিধায়কদের। তার মাঝেই আবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে তলব করল ইডি। আগামিকাল তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। উদ্ধব শিবিরকে ভাঙকে শাঁড়াশি চাপ তৈরি করছে গেরুয়া শিবির।

সঞ্জয় রাউতকে ইডি নোটিস

সঞ্জয় রাউতকে ইডি নোটিস

উদ্ধববের উপর মারাত্মক চাপ তৈরির মরিয়া প্রচেষ্টা চলছে। একদিকে যখন আগাড়ি সরকারের উপর থেকে ৩৮ বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। সেই সংকট জনক মুহূর্তে আরও চাপ তৈরি করতে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে তলব করল ইডি। পাটরা চল জমি দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে। এর আগেইও এই মামলায় তাঁকে তলব করেছিল ইডি। তখন সঞ্জয় রাউতের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এই সময় ফের রাউতকে ইডি তলবের মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছে শিবসেনা।

তীব্র সমালোচনায় শিবসেনা

তীব্র সমালোচনায় শিবসেনা

এই চরম রাজনৈকিত সংকটের মধ্যে সঞ্জয় রাউতকে ইডি তলব নিয়ে যাকে বলে ফুঁসে উঠেছে শিবসেনা। প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটে লিখেছেন, ইডি এই সময় বিজেপির প্রতি সত্যিকারের ভক্তি দেখাচ্ছে। সঞ্জয় রাউত নিজে টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, 'এক্ষুনি জানতে পারলাম ইডি তলব করেছে আমায়। মহারাষ্ট্রে এখন বড় রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে। আমরা শিবসৈনিক বালাসাহেবের শিষ্য। আমাকে আটকানোর জন্যই এই চক্রান্ত করা হচ্ছে। আমার মাথা কেটে ফেললেও গুয়াহাটিতে নিয়ে যেতে পারবে না।' এক কথায় বিজেপিকে হুঁশিয়ার করেছেন সঞ্জয় রাউত।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

মহারাষ্ট্রে এই রাজনৈতিক অচলাবস্থা তৈরির নেপথ্যে কাজ করেছে বিজেপিই। প্রতিবারইএমনই দাবি করেছিলেন সঞ্জয় রাউত। বিজেপির মদতেই শিবসেনার বিধায়করা বিদ্রোহী হয়েছে। বিদ্রোহী বিধায়কদের সতর্ক করে তিনি বলেছিলেন যে আদর যত্নে তাঁদের এখন বিজেপি রেখেছে। প্রয়োজন মিটেগেলে সেই আদর যত্ন নিমেষে উবে যাবে। তখন তাঁদের ছুঁড়ে ফেলে দেবে বিজেপি। তাই সময় থাকতে তাঁদের মুম্বইয়ে ফিরে আসার বার্তা দিয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।

শিবসেনার হুমকি

শিবসেনার হুমকি

শিবসেনা নেতা সঞ্জয় রাউত বারবার হুমকি দিয়েছেন বিদ্রোহী শিবসেনা বিধায়কদের। তিনি বিদ্রোহীদের হুঙ্কার দিয়ে বলেছেন তিনি জানিয়েছেন, এখানে এলে তাঁদের শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়েছিলেন সঞ্জয় রাউত। এমনকী তাঁদের দেহ মুম্বইয়ে ফিরবে বলে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে শিবসেনা সাংসদকে। এদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সঞ্জয় রাউতের জন্যই শিবসেনায় এই ভাঙন।

বিদেশে জরুরি অবস্থা মন্তব্য করতে পারেন প্রধানমন্ত্রী, বিশ্বাসঘাতক তকমা শুরু বিরোধীদের, কটাক্ষ মহুয়া মৈত্রেরবিদেশে জরুরি অবস্থা মন্তব্য করতে পারেন প্রধানমন্ত্রী, বিশ্বাসঘাতক তকমা শুরু বিরোধীদের, কটাক্ষ মহুয়া মৈত্রের

English summary
ED issued notice to Shiv Sena MP Sanjay Raut
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X