For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ঘিরে কড়া বিধি লাগু আজ রাত থেকে, কিছু নিয়ম একনজরে

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র সরকার শনিবার প্রকাশ করেছে তাদের 'মিশন বিগিন এগেইন' গাইডলাইন। যার হাত ধরে কোভিড আক্রান্তে সংখ্যাক নিয়ন্ত্রণে আনার চেষ্টায় রয়েছে মহারাষ্ট্রের প্রশাসন। নয়া গাইডলাইন প্রকাশ করে মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে যে আজ থেকে শুরু করে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কোভিড গাইডলাইনের কড়াকরি কার্যকরী হবে। কেউ আইন ভঙ্গ করলেই তাঁর জরিমানা হতে পারে।

মহারাষ্ট্রে রাতের কার্ফু ঘিরে কড়া বিধি লাগু আজ রাত থেকে, কিছু নিয়ম একনজরে

যে সমস্ত নিয়ম মেনে চলার কথা ঘোষণা করা হয়েছে, তারমধ্যে রয়েছে মাস্ক পরার ঘটনা। সমস্ত পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার করতে হবে। এমনকি বেড়াতে যাওয়ার সময়ও পরতে হবে মাস্ক। এছাড়াও পাবলিক প্লেসে সোশ্যাল ডিসটেন্সিং ধরে রাখার বার্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার। প্রতিটি মানুষের থেকে প্রতিটি মানুষের দূরত্ব ৬ ফুট হতে হবে ন্যূনতম।

এছাড়াও নয়া নিয়মে বলা হয়েছে সিনেমা হল থেকে অডিটোরিয়াম সন্ধ্যে ৮ টা থেকে ৭ টা পর্যন্ত বন্ধ থাকবে। হোম ডেলিভারি চালু থাকবে।নিয়ম লঙ্ঘন করলেই জরিমানা হবে। মাস্ক না পরলে ৫০০ টাকা ফাইন, আর নিয়ম না মারা জন্য ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে।

সমস্ত সংস্থা যাতে কর্মীদের জন্য আরও বেশি করে ওয়ার্ক ফর্ম হোমের দিকে এগিয়ে যায়, তার জন্য সরকার বার্তা দিয়েছে। রাস্তায় থুতু ফেলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কাজের জায়গায় বারবার হাত ধোয়া ও স্যানিটাইজেশনের বন্দোবস্ত করা হয়েছে। যেকোনও কর্মস্থলে সোশ্যাল ডিসটেন্সিং যাতে বজায় থাকে, তার ওপর জোর দেওয়া হচ্ছে। সমস্ত বেসরকারী অফিসে ৫০ শতাংশ ক্যাপাসিটিতে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। কোনও রাজনৈতিক , সামাজিক জমায়েত আপাতত হবে না বলে জানানো হয়েছে।

English summary
Maharashtra night curfew rules update, guidelines from tonight to April 15
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X