For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর গায়ে বোমা বেঁধে অন্য দেশে ছেড়ে দিন! বিজেপির মন্ত্রীর নিদান ঘিরে বিতর্ক

রাহুল গান্ধীকে নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন মহারাষ্ট্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী পঙ্কজা মুণ্ডে। মহারাষ্ট্রের জালনার সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন।

  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধীকে নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন মহারাষ্ট্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী পঙ্কজা মুণ্ডে। মহারাষ্ট্রের জালনার সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন রাহুলের গায়ে বোমা বাঁধুন। এরপর অন্য দেশে ছেড়ে দিন। এর আগে ভোটের প্রচারে সংবিধান বদলের কথা বলেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

রাহুল গান্ধীর গায়ে বোমা বেঁধে অন্য দেশে ছেড়ে দিন! বিজেপির মন্ত্রীর নিদান ঘিরে বিতর্ক

পঙ্কজা মুণ্ডে বলেন, জওয়ানদের ওপর কাপুরুষোচিত হামলার পর আমরা সার্জিক্যাল স্ট্রাইক করি। কিন্তু কিছু মানুষ সেই সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইছেন। এরপরেই তিনি বলেন, রাহুল গান্ধীর গায়ে বোমা বেধে তাঁকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক। তাহলেই তারা বুঝতে পারবে।

[আরও পড়ুন: বিজেপি বক ধার্মিকের পার্টি! নয়া-কটাক্ষে মোদী সরকারের বিদায় ঘণ্টা বাজালেন মমতা][আরও পড়ুন: বিজেপি বক ধার্মিকের পার্টি! নয়া-কটাক্ষে মোদী সরকারের বিদায় ঘণ্টা বাজালেন মমতা]

মুণ্ডের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। রাজ্য কংগ্রেসের সহ সভাপতি কেশভরাও অটাডে বলেন, এটা শুধু পঙ্কজা নয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য বিজেপি নেতারাও এই ধরনের আক্রমণ করে থাকেন। তারা পঙ্কজার এই ধরনের মন্তব্যের নিন্দা করছেন বলে জানিয়েছেন।

এর আগে পঙ্গজা মুণ্ডে ভাই প্রিতম মুণ্ডের হয়ে প্রচার করতে গিয়ে বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে সংবিধান বদল করা হবে।

[আরও পড়ুন:বিজেপির হয়ে ভোট দিতে কেন্দ্রীয় বাহিনীর 'প্রভাব'! একাধিক অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল][আরও পড়ুন:বিজেপির হয়ে ভোট দিতে কেন্দ্রীয় বাহিনীর 'প্রভাব'! একাধিক অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল]

English summary
Maharashtra Minister Pankaja Munde made controversial comments against Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X