For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থাবা এবার খোদ মুখ্যমন্ত্রীর বাড়িেত, আক্রান্ত আদিত্য ঠাকরে, টুইটে জানালেন খবর

করোনা থাবা এবার খোদ মুখ্যমন্ত্রীর বাড়িেত, আক্রান্ত আদিত্য ঠাকরে, টুইটে জানালেন খবর

Google Oneindia Bengali News

এবার করোনা ভাইরাস থাবা বসাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ঘরেও। আক্রান্ত উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। নিজেই টুইট করে করোনৈ আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন আদিত্য। তিনি জানিয়েছেন যাঁরা এতোদিন তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা সকলেই করোনা পরীক্ষা করে নিন। মহারাষ্ট্রের পর্যটন ও পরিবেশ দফতরের মন্ত্রী আদিত্য ঠাকরে।

করোনা থাবা এবার খোদ মুখ্যমন্ত্রীর বাড়িেত, আক্রান্ত আদিত্য ঠাকরে, টুইটে জানালেন খবর

গত কয়েক সপ্তাহ ধরেই নতুন করে করোনার হটস্পট হয়ে উঠেছে মহারাষ্ট্র। প্রতিদিন ধাপে ধাপে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ২৫,০০০-রও বেশি মানুষ। শুধুমাত্র মুম্বইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একদিনে ৩ হাজারের বেশি। দাদর সহ একাধিক বাজারে করোনা বিধি কড়া করা হয়েছে। কল্যাণে হকারদের বসতে নিষেধ করা হয়েছে।

ইতিমধ্যেই মহারাষ্ট্রে নিষিদ্ধ হয়েছে সব রকমের জমায়েত। করোনা সংক্রমণ রুখতে পুণে, নাগপুর,লাতুর সহ একাধিক জায়গায় লকডাউন এবং নাইট কার্ফু জারি করা হয়েছে। মহারাষ্ট্রের ৫ জেলা করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে। পুণে ৩৭,৩৮৪ । নাগপুর ২৫,৮৬১। মুম্বই ১৮,৮৫০। থানে ১৬,৭৩৫,নাসিক ১১,৮৬৭। প্রতিদিন সেই সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে নাগপুরে করোনা বিধি কড়া করা হয়েছে। ১৫ মার্চ থেকে নাগপুরে লকডাউন চলছে। সবজি, ফল, দুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে।

ভোটের আগে বস্তিতে বস্তিতে টাকা দেওয়া হচ্ছে! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থীরভোটের আগে বস্তিতে বস্তিতে টাকা দেওয়া হচ্ছে! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থীর

English summary
Maharashtra Minister Aditya Thakeray corona positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X