For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মহারাষ্ট্রে এখনই লকডাউন হবে না’, জানালেন কোভিড টাস্ক ফোর্সের উপদেষ্টা সদস্য

‘মহারাষ্ট্রে এখনই লকডাউন হবে না’, জানালেন কোভিড টাস্ক ফোর্সের উপদেষ্টা সদস্য

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কোভিড-১৯। বাদ যাচ্ছে না ওমিক্রনও। মহারাষ্ট্রে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে চলছে কড়া বিধি-নিষেধ। মহারাষ্ট্রের লকডাউন হওয়ার সম্ভাবনা নেই, যদি না পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে, করোনার অনেকগুলি গুরুতর আক্রান্তের কেস হাসপাতালে ভর্তি না হওয়া পর্যন্ত , বলে জানিয়েছেন মহারাষ্ট্রের কোভিড টাস্ক ফোর্সের উপদেষ্টা সদস্য ও মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালের সমন্বয় কমিটির প্রধান ডাঃ গৌতম বনসালি।

‘মহারাষ্ট্রে এখনই লকডাউন হবে না’, জানালেন কোভিড টাস্ক ফোর্সের উপদেষ্টা সদস্য

বনসালি জানান, “কোন লকডাউন হবে না। লকডাউন তখনই হবে যখন লোকেরা গুরুতর অবস্থায় হাসপাতালে আসতে শুরু করবে বা হাসপাতালে দীর্ঘ সময়ের জন্য সংকটাপন্ন হবে। যখন স্বাস্থ্য পরিকাঠামোকে প্রভাবিত করবে।”

তিনি আরও বলেন, “আমাদের বেসরকারি হাসপাতালে ৭,০০০ কোভিড বেড রয়েছে। প্রয়োজনে আমরা শয্যা সংখ্যা আরও বাড়াব। আসলে, ১২,০০০ শয্যা শীঘ্রই যুক্ত করা হবে। বর্তমানে বেসরকারি হাসপাতালে ৫০ শতাংশ শয্যা রয়েছে। সরকারি এবং বিএমসি পরিচালিত হাসপাতালগুলিতে প্রায় ৩০ শতাংশ বেডের সংখ্যা দখল করা হয়েছে।

ডাঃ বনসালি বলেন, হাসপাতালে ভর্তি হওয়া কোন সমস্যা নয় কারণ "বেশিরভাগ রোগী (বর্তমান তরঙ্গে) উপসর্গহীন এবং ২ থেকে ৩ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।" "এমনকি যদি মুম্বাই ৪০,০০০ কেস দেখে, আমরা প্রস্তুত আছি।" "কেসের সংখ্যা ক্রমশ বাড়ছে। বুধবার মুম্বাইতে ১৫,০০০ আক্রান্তের সংখ্যা ছিল। আজ তা বেড়ে হয়েছে ২০,০০০।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল সুনামির আকারে, ৩০ শতাংশ বাড়ল সংক্রমণকরোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল সুনামির আকারে, ৩০ শতাংশ বাড়ল সংক্রমণ

বুধবার, মহারাষ্ট্রে ২৬,৫৩৮ টি নতুন কোভিড -১৯ কেস এবং আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন মামলার মধ্যে, মুম্বাইতে সর্বোচ্চ ১৫,১৬৬ সংক্রমণের খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বুলেটিন অনুসারে জানা গিয়েছে, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৬৭,৫৭৬,০৩২ টি কেস রিপোর্ট করা হয়েছে যার মধ্যে ৮৭,৫০৫ টি অ্যাক্টিভ কেস রয়েছে।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ওমিক্রনের সংখ্যা ১৪৪ টি কেস রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে মুম্বাই ১০০ টি কেস নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। তারপরে নাগপুর ১৪ টি কেস, থানে ও পুনেতে সাতটি কেস নিয়ে, পিম্পরি-চিঞ্চওয়াড ছয়টি কেস এবং কোলাপুর পাঁচটি কেস রিপোর্ট করা হয়েছে ।

English summary
maharashtra lockout not likely says advisory member of maharashtra covid task force
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X