For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ওয়েভ, রাজ্যকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র

মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ওয়েভ

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। মঙ্গলবার উদ্ধব ঠাকরে শাসিত মহারাষ্ট্র সরকারকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। ফলে এতে চিন্তা বাড়ল রাজ্যের।

রাজ্যের গাফিলতি

রাজ্যের গাফিলতি

মহারাষ্ট্রে কোভিড-১৯ বৃদ্ধির উদ্বেগের মধ্যেই কেন্দ্র সরকারের পর্যবেক্ষণ টিম রাজ্যকে কনটেইনমেন্ট কৌশল ও টিকাকরণের কৌশলের ওপর মনোযোগ দিতে বলেছে। বিশেষ করে মহারাষ্ট্রের জেলাগুলিতে হুড়মুড়িয়ে বাড়ছে সংক্রমণ। মহারাষ্ট্রের মুখ্য সচিব সিতারাম কুন্তেকে লেখা চিঠিতে জানানো হয়েছে যে দ্রুত করোনার পজিটিভ হার কমাতে হবে এবং কোভিড রোগীদের চিহ্নিত করতে হবে। চিঠিতে এও বলা হয়েছে যে কোভিড-১৯-এর যথাযথ বিধি পালনে ও করোনা কেস ট্র‌্যাকিং ও পরীক্ষার ক্ষেত্রে গাফিলতি দেখিয়েছে রাজ্য।

 কেন্দ্রের চিঠি রাজ্যকে

কেন্দ্রের চিঠি রাজ্যকে

মঙ্গলবার কেন্দ্রের পাঠানো পর্যবেক্ষক দল চিঠিতে মহারাষ্ট্র সরকারকে বলেছে, '‌মহারাষ্ট্রে কোভিড-১৯-এর দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। করোনা কেস সনাক্ত, পরীক্ষা, আইসোলেট কেস ও কোয়ারেন্টাইন করার ক্ষেত্রে রাজ্য খুব কম চেষ্টা চালিয়েছে। শহর ও গ্রাম উভয় জায়গাতেই মানুষ কোভিডের যথাযথ বিধি পালনে উদাসীনতা দেখিয়েছে।'‌ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব আরও জানিয়েছে, ভারতের সক্রিয় কোভিড-১৯ কেসে ১০টি জেলার মধ্যে ৮টি জেলাই মহারাষ্ট্রের এবং এই সংক্রমণ হ্রাস করার একমাত্র উপায় হল টিকাকরণের হার বৃদ্ধি করা। ভূষণ চিঠিতে এও বলেন, '‌সাম্প্রতিককালে মহারাষ্ট্রে কোভিড-১৯ মহামারির প্রবণতা বেড়ে চলেছে। গত একমাসে রাজ্যে করোনা সক্রিয় কেস বৃদ্ধি পেয়েছে ১৭১.‌৫ শতাংশ। এ বছরের ১১ ফেব্রুয়ারি যেখানে করোনা কেসের সংখ্যা ছিল ৩৬,৯১৭ তা ১১ মার্চ বৃদ্ধি পেয়ে হয়েছে ১,০০,২৪০টি কেস।'‌

রাজ্যে বেড়েছে মৃত্যুর সংখ্যা

রাজ্যে বেড়েছে মৃত্যুর সংখ্যা

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এও জানিয়েছেন যে রাজ্যে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে ঔরঙ্গাবাদের সরকারি মেডিক্যাল কলেজ ও নাসিকের বসন্ত রাও পাওয়ার হাসপাতালে, যেখানে করোনা রোগীরা ভর্তি ছিলেন। মৃত্যুর হার বাড়া নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ওই চিঠিতে বলা হয়েছে, 'রাত্রিকালীন কার্ফু, মাইক্রো লকডাউন করে খুব একটা সুবিধা হয়নি। কোভিড সংক্রমণে লাগাম পরাতে অবিলম্বে বাসস্ট্যান্ড, স্টেশনের মতো জায়গায় অ্যান্টিজেন পরীক্ষার উপর জোর দেওয়া উচিত রাজ্যের।' এছাড়াও চিঠিতে বলা হয়েছে, করোনা পজিটিভের সংখ্যাও সর্বোচ্চ এ রাজ্যে। মুম্বইয়ে ৫.‌১ শতাংশ ও ঔরঙ্গাবাদে ৩০ শতাংশ। তাও বহু করোনা কেসই টেস্ট করা হচ্ছে না এবং যার ফলে উচ্চ সংক্রমণের হার বেড়েই চলেছে।

মহারাষ্ট্র ফের পাবে ১২.‌৭৪ লক্ষ ভ্যাকসিন ডোজ

মহারাষ্ট্র ফের পাবে ১২.‌৭৪ লক্ষ ভ্যাকসিন ডোজ

ভূষণ আরও জানিয়েছেন যে এই রাজ্য ১৮ মার্চের মধ্যে ফের ১২.‌৭৪ লক্ষ ভ্যাকসিন ডোজ পাবে। পুনে, নাসিক, নাগপুর, থানে, মুম্বই, অমরাবতী, জলগাও ও ঔরঙ্গাবাদ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা এ রাজ্যের। এরই মধ্যে মহারাষ্ট্রে নতুন করোনা কেস দেখা দিয়েছে ১৫,০৫১টি, যা মোট করোনা কেসের সংখ্যাকে নিয়ে গিয়েছে ২৩,২৯,৪৬৪-এ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে মৃত্যু হয়েছে ৪৮ জনের। রাজ্যের স্বাস্থ্য বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৫৪৭ জন।

'এক পায়ে এমন খেলা খেলবো, বুঝতে পারবে', সুর চড়ালেন মমতা'এক পায়ে এমন খেলা খেলবো, বুঝতে পারবে', সুর চড়ালেন মমতা

English summary
maharashtra in beginning of second wave of covid 19 warns central govt team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X