For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র পঞ্চায়েত ভোটে ৮০ শতাংশ আসনে বিজয় নিশান উড়ল শিবসেনা জোটের! মহাবিকাশ আঘাড়ির ত্রিফলা-খোঁচা বিজেপিকে

  • |
Google Oneindia Bengali News

মারাঠা রাজনীতিতে শক্তি প্রদর্শনের সাম্প্রতিক ময়দান ছিল পঞ্চায়েত ভোট। আর সেখানেই কার্যত বিজেপিকে ধাক্কা দিয়ে দিয়েছে শিবসেনা জোট। যদিও খানিক আগে পর্যন্ত শিবসেনা ,বিজেপি দু তরফই দাবি করেছে যে ভোটে জয় তাদেরই হয়েছে। তবে শেষ পর্যন্ত পরিসংখ্যান অন্য কথা বলছে।

 বিজেপির পরিস্থিতি

বিজেপির পরিস্থিতি

প্রসঙ্গত, নাগপুরের মতো গেরুয়া দুর্গে এই ভোট বিজেপিকে বড় ধাক্কা দিয়েছে। নাগপুরে কংগ্রেস বিজেপিকে ছাপিয়ে গিয়েছে। অন্যদিকে অমরাবতীতেও একই পরিস্থিতি। তবে মহাবিকাশ আঘাড়ির জয়ের রথের সামনে পড়ে বিজেপি কার্যত ব্যাকফুটে গিয়েছে। দেখা গিয়েছে শিবসেনার সঙ্গে বিজেপির প্রার্থক্য ১০০০ আসনের অঙ্ক ছাড়াতে শুরু করছে মহারাষ্ট্রে।

 ৮০ শতাংশ আসন দখলে শিবসেনা জোটের

৮০ শতাংশ আসন দখলে শিবসেনা জোটের

মহারাষ্ট্রে মোট ১২, ৭১১ টি গ্রাম পঞ্চায়েতে ভোট হয়েছে। মোট ৩৬ টি জেলার মধ্যে ৩৪ টি জেলায় । আসনের নিরিখে মোট সংখ্যা ১২৫৭০৯ টি। এদিকে, সন্ধ্যে গড়াতেই খবর এই আসনের ৮০ শতাংশ দখলে রেখে দিয়েছে কংগ্রেস, শিবসেনা , এনসিপি জোট।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণা

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণা

এদিকে, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, মহা বিকাশ আঘাড়ি একটি বড়সড় সাফল্য পেয়েছে এই ভোটে। আর এর নেপথ্যে রয়েছে তিনটি দলের সমঝোা পোক্ত ছিল বলে। প্রতিটি দলের মধ্যে সংযোগ উপযুক্ত থাকাতেই এই জয় বলে তিনি দাবি করেন।

ভোট ঘিরে কিছু পরিসংখ্যান

ভোট ঘিরে কিছু পরিসংখ্যান

এদিকে, জনা গিয়েছে, ভোটে৭৪২৬ টি আসনের ফলাফল প্রকাশ্যে এসেছিল সন্ধ্যে পর্যন্ত। যেখানে বিজেপি একক দল হিসাবে ১৬০১ আসনে এগিয়ে ছিল। শিবসেনা সেখানে ১৭৩৫ টি আসনে এগিয়ে ছিল। এসসিপি ছিল ১২০৭ আশনে এগিয়ে, কংগ্রেস ১৩৯৪ আসনে এগিয়ে। নির্দলরা ১৪৮৯ টি আসনে এগিয়ে মহারাষ্ট্র পঞ্চায়েত ভোটে।

English summary
Maharashtra Gram Panchayat Election Results 2021, Bumper mandate for Maha Vikas Aghadi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X