For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় শুধু ডিএ-ই নয়, সরকারিকর্মীদের আরও সুবিধার ওপরেও পড়তে পারে কোপ, জল্পনা তুঙ্গে

করোনা মোকাবিলায় শুধু ডিএ-ই নয়, সরকারিকর্মীদের আরও সুবিধার ওপরেও পড়তে পারে কোপ, জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মীদের তিন কিস্তি ডিএ-র ওপরে স্থগিতাদেশ দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র সরকারও এনিয়ে চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে শুধু ডিএ-ই নয় এলটিসিও দুবছরের জন্য স্থগিত ঘোষণা করতে পারে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি কর্মীদের বর্তমানে যেসব সুবিধা দেওয়া হয়, তার কাটছাট করে ৭০ হাজার কোটি টাকা তুলতে। কেননা দেশব্যাপী লকডাউন ঘোষণার পর থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়ে গিয়েছে।

কর্মীদের সুবিধা কাটছাট করতে পারে মহারাষ্ট্র সরকার

কর্মীদের সুবিধা কাটছাট করতে পারে মহারাষ্ট্র সরকার

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মহারাষ্ট্র সরকার কেন্দ্রের পথ অনুসরণ করে তাদের কর্মী দেয় সুবিধা কাটছাট করতে পারে।

তুলতে হবে ৭০ হাজার কোটি

তুলতে হবে ৭০ হাজার কোটি

সরকারের তরফ থেকে বলা হচ্ছে, অর্থ উপার্জনের কোনও উপায় না থাকলেও, বাজেটে প্রস্তাবিত না বিষয়ে কাটছাট করে ৭০ হাজার কোটি টাকা তুলতে হবে। সেক্ষেত্রে উন্নয়নমূলক খরচে কোপ পড়তে পারে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ডিএ, এলটিসি আপাতত ফ্রিজ করে দেওয়া হবে।

মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, যদি জুন ২০২১ পর্যন্ত ডিএ ফ্রিজ করে দেওয়া যায়, তাহলে ১৮০০০ কোটি টাকা সরকারি কোষাগারে আসতে পারে। অন্যদিকে এলটিসি না দিলে বছরে বাঁচতে পারে একহাজার কোটি টাকা।

কেন্দ্রের সিদ্ধান্ত

কেন্দ্রের সিদ্ধান্ত

কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে চালু থাকা ডিএ-র ওপর কোনও কোপ পড়ছে না। কিন্তু ২০২০-র জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ-র ওপর স্থগিতাদেশ দেওয়ার কথা জানিয়েছে। তবে তাদের এলটিসি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে র‍্যাপিড টেস্ট কিট, জানাল আইসিএমআরকত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে র‍্যাপিড টেস্ট কিট, জানাল আইসিএমআর

English summary
Maharashtra Govt is likely to hold its Employees DA and LTC for two years. Sources said, govt has decided to cut its employees existing budgetary provision to raise more than Rs. 70000 crore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X