উদ্ধব ঠাকরেকে 'ধর্ম নিরপেক্ষ' বলে খোঁচা মারাঠা রাজ্যপালের, মতাদর্শ প্রমাণের চাপ শিবসেনার উপর
কংগ্রেস-অনসিপির সঙ্গে জোট বেঁধে ধর্ম নিরপেক্ষ হয়ে গিয়েছে শিব সেনা। করোনা আবহে উদ্ধব ঠাকরের হিন্দুত্ববাদী মতাদর্শ নিয়ে খোঁচা দিলে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। করোনা আবহে মন্দির এবং অন্যান্য প্রার্থনার স্থান বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার। তবে এরই মধ্যে মুম্বই সহ মহারাষ্ট্রের অন্যত্র খোলা হয়েছে পানশালা।

উদ্ধব ঠাকরেকে ব্যঙ্গ করে চিঠি রাজ্যপালের
এই আবহেই এবার উদ্ধব ঠাকরেকে ব্যঙ্গ করে একটি চিঠি লখলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। তাতে তিনি উদ্ধব ঠাকরেকে প্রশ্ন করেছেন, তিনি ধর্মনিরপেক্ষ হয়ে গিয়েছেন কি না। ধর্মীয় স্থান জন সাধারণের জন্যে খুলে দেওয়ার বিষয়ে উদ্ধবের টালবাহানাকে প্রশ্ন করে রাজ্যপাল কোশিয়ারি তাঁকে প্রশ্ন করেন, 'যেই ধর্মনিরপেক্ষ শব্দটা আপনি নিজে এতটা ঘৃণা করতেন, সেই ধর্মনিরপেক্ষতার পথেই কী আপনি হাঁটছেন?'

রেস্তরাঁ ও হোটেল খোলার ঘোষণা
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ২৮ সেপ্টেম্বর ঘোষণা করেছিলেন মুম্বইয়ের সব রেস্তরাঁ ও হোটেল খোলার বিষয়ে। মহারাষ্ট্রে বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকারও বেশি আয় হয় এই ক্ষেত্রগুলি থেকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি ৪০ লক্ষ মানুষ রেস্তরাঁ ও হোটেলগুলিতে কাজ করেন। এগুলির মধ্যে শুধুমাত্র মুম্বইতেই রয়েছে এক লক্ষেরও বেশি হোটেল-রেস্তরাঁ ও বার।

মন্দির খোলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ৫ অক্টোবর থেকে ফের খুলে যায় মহারাষ্ট্রের রেস্তরাঁ, বার, হোটেল। আট লাখেরও বেশি রেস্তরাঁ, বার ও হোটেল রয়েছে মহারাষ্ট্রে। করোনার জেরে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বন্ধ ছিল এগুলি। অবশেষে আনলকের পঞ্চম পর্যায়ে ফের একবার খোলার অনুমতি মিলল। তবে এই আবহে মন্দির খোলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি মারাঠা সরকারের পক্ষ থেকে।

রাজ্যপালের চিঠি
আর এই বিষয়েই উদ্ধবের উদ্দেশে চিঠি লেখেন ভগত সিং কোশিয়ারি। তিনি লেখেন, 'আপনি চিরকালই হিন্দুত্বের ইস্যুতে সরব থেকেছেন। জনসমক্ষে আপনি শ্রী রামের প্রতি নিজের ভক্তি প্রকাশ করেছেন আপনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরও আপনি ভিত্তল রুক্মীনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন আশাদী একাদশীর দিন। কিন্তু আণরনার সেই হিন্দুত্ববাদী মনোভাব বদল হয়েছে। মনে হয় আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে পড়েছেন। এই ধর্ম নিরপেক্ষ শব্দটাকেই তো এককালে আপনি ঘৃণা করতেন?'

রাজ্যপালকে পাল্টা তোপ উদ্ধবের
এদিকে এই চিঠির জবাবে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে পাল্টা তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি কটাক্ষের সুরে জানান যে তিনি কোনও রাজ্যপালের থেকে হিন্দুবাদীর পাঠ পড়ব না বা শিখবেন না। উদ্ধবের সাফ বক্তব্য, 'রাজ্যপালের থেকে হিন্দুত্ববাদী সার্টিফিকেটের প্রয়োজন নেই আমার।'

প্রচারে বাদ 'অটল জমানার' অতি পরিচিত দুই মুখ! কীভাবে বিহার মাতাতে চাইছে বিজেপি?