For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি অপারগ! মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনাকে ডাক রাজ্যপালের, প্রস্তুতি তুঙ্গে

বিজেপি মহারাষ্ট্রে সরকার গড়বে না। এবার ডাক পড়ল শিবসেনার। শিবসেনা আত্মবিশ্বাসী সরকার গড়ার ব্যাপারে।

Google Oneindia Bengali News

বিজেপি মহারাষ্ট্রে সরকার গড়বে না। এবার ডাক পড়ল শিবসেনার। শিবসেনা আত্মবিশ্বাসী সরকার গড়ার ব্যাপারে। রাজ্যপালের ডাক পেয়ে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে তড়িঘড়ি বৈঠক ডাকলেন নিজের বাসভবনে। সূত্রের খবর সরকার গঠন নিয়ে ইতিমধ্যে আরও একপ্রস্থ কথা হয়েছে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের।

বিজেপি অপারগ! মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনাকে তলব রাজ্যপাল

বিজেপি এদিন সাফ জানিয়ে দিয়েছে, তারা মহারাষ্ট্র সরকার গঠন করতে পারবে না। কারণ পর্যপ্ত সংখ্যক বিধায়ক তাঁদের সঙ্গে নেই। প্রয়োজনীয় সংখ্যা না থাকায় দেবেন্দ্র ফড়নবিশ সরকার গঠনে রাজি নন। বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়ে দেন।

বিজেপির কাছ থেকে এই বার্তা পাওয়ার পরই শিবসেনাকে তলব করেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। তিনি মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি পরিষদয়ী দলের নেতা দেবেন্দ্র ফড়নবিশকে তলব করেছিলেন শনিবার।একক বৃহত্তম দল হিসেবেই ডাকা হয় বিজেপিকে।

অক্টোবর মাসে নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে ১০৫টি আসন জিতেছিল। দেবেন্দ্র ফড়নবিশ ৩১ অক্টোবর দলের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তারপরই শরিকি দ্বন্দ্বে সরকার গঠন নিয়ে সমস্যা তৈরি হয়। শিবসেনা বেঁকে বসায় বিজেপি প্রয়োজনীয় সংখ্যা থেকে দূরে রয়ে যায়। অন্যদিকে শিবসেনাও জোট সঙ্গী খুঁজে পেতে ব্যর্থ হয়।

মহারাষ্ট্র বিধানসভায় ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর ২৪ অক্টোবর ফলাফল ঘোষণা করা হয়। তারপর ১৫ দিন অতিবাহিত হয়ে গিয়েছে। তা সত্ত্বেও কোনও একক দল বা কোনও জোট সরকার গঠনে এগিয়ে আসেনি। এই পরিস্থিতিতে বিজেপি রাজি না হওয়ায় এবার শিবসেনাকে ডেকে পাঠান রাজ্যপাল।

English summary
Maharashtra Governor now calls Shiv Sena after denied BJP. Governor calls BJP for formation government before.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X