For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুষ চাই! বাড়তি আবদার, দিতে হবে ১০০ টাকার নোট, গ্রেফতার সরকারি কর্মচারী

সরকারি কর্মীরা ঘুষ খাওয়া বন্ধ করেননি। ঘুষ তো চেয়েছেনই সঙ্গে বাড়তি আবদার, পুরো ঘুষের টাকা দিতে হবে ১০০ টাকার নোটে। এই ঘটনা সামনে আসতেই মহারাষ্ট্রের এক সরকারি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১১ নভেম্বর : বড় নোট আপাতত বন্ধ করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তবে সরকারি কর্মীরা ঘুষ খাওয়া বন্ধ করেননি। ঘুষ তো চেয়েছেনই সঙ্গে বাড়তি আবদার, পুরো ঘুষের টাকা দিতে হবে ১০০ টাকার নোটে।

#Note Ban সমর্থন করেন দেশের ৮২ শতাংশ মানুষ

নতুন বৈশিষ্ট্য নিয়ে বাজারে ফিরবে ১ হাজার টাকা নোট

এই ঘটনা সামনে আসতেই মহারাষ্ট্রের এক সরকারি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম বালাসাহেব বিকাজি বাবর। তিনি শোলাপুরের কৃষি দফতরের আধিকারিক। জানা গিয়েছে, এক ব্যক্তির চিঠি উপর মহলে পাঠিয়ে দেওয়ার জন্য ২৫০০ টাকা ঘুষ চান তিনি।

ঘুষ চাই! বাড়তি আবদার, দিতে হবে ১০০ টাকার নোট, গ্রেফতার ১

মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট বন্ধ করে দেওয়ার ঘোষণা হতেই দত্তাত্রেয় বেজ নামে ওই ব্যক্তিকে ঘুষের ২৫০০ টাকার পুরোটাই ১০০ টাকার নোটে দেওয়ার দাবি জানান বালাসাহেব নামে অভিযুক্ত সরকারি আধিকারিক।

নোট বাতিল : প্রধানমন্ত্রীকে মাত্র ৯ মিনিটে রাজি করান এই অর্থনৈতিক বিশেষজ্ঞ

এর আগে কবে নোট বাতিল হয়েছিল, জেনে নিন ইতিহাস

অভিযোগ সামনে আসতেই মহারাষ্ট্র পুলিশ বছর ৪০-এর বালাসাহেবকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সরকারি তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, কালো টাকা ও দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বড় অঙ্কের দুটি নোট ৫০০ ও ১ হাজার নোট বাতিল করেছেন। এর বদলে ৫০০ ও ২ হাজারের নোট বেশি করে বাজারে আনা হয়েছে।

English summary
Maharashtra Government Official Insists On Bribe In Rs. 100 Notes, Arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X