For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ফিরতে চলেছে ব্যালটে ভোট, বাজেট অধিবেশনেই বিল পেশের তোরজোর শিবসেনার

ফের ফিরতে চলেছে ব্যালটে ভোট, বাজেট অধিবেশনেই বিল পেশের তোরজোর শিবসেনার

Google Oneindia Bengali News

ইভিএমে চরম কারচুপি চলছে। লোকসভা ভোটের আগে থেকেই এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। ব্যালটে ভোট করানোর দাবিতে সরব হয়েছিলেন তাঁরা। এবার সেই পথেই হাঁটতে চলেছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। রাজ্যের নির্বাচনে এবার ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট করানোর প্রস্তাব রাজ্যের বাজেট অধিবেশনে পেশ করতে চলেছে শিবসেনা সরকার। তবে বিলে ইভিএমের পাশাপাশি ব্যালট রাখা হবে বলে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ কেউ ইচ্ছে করলে ব্যালটেও ভোট দিতে পারবেন বুথে গিয়ে। এমনই বিল পাস করাতে চলেছে শিবসেনা সরকার।

ব্যালটে ভোটের দাবি

ব্যালটে ভোটের দাবি

২০১৯ সালে লোকসভা ভোট ইভিএমে কারচুপি করেছিল বিজেপি এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। ইভিএম বাতিল করে ব্যালটে ভোট করানোর দাবি তুলেছিলেন তাঁরা। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। কীভাবে ইভিএমে কারচুপি করা হয় তার প্রমাণ দিতে পারেন বলে দাবি করেছিলেন আপ নেতা। যদিও কমিশন তা খারিজ করে দেয়।

ব্যালটে ভোট ফিরছে

ব্যালটে ভোট ফিরছে

মহারাষ্ট্র সরকারই প্রথম ব্যালটে ভোট করাতে উদ্যোগী হয়েছে। রাজ্যের ভোটে ব্যালট পেপারে করাতে নতুন বিল আনতে চলেছে শিবসেনা সরকার। রাজ্য বাজেট অধিবেশনে ব্যালটে ভোট করানোর বিল পেশ করতে চলেছে উদ্ধব ঠাকরে সরকার। ইভিএমের পাশাপাশি ব্যালট পেপারও থাকবে বুথে। যিনি চাইবেন ব্যালটে ভোট দিতে পারবেন এমন বিলই পেশ করতে চলেছে ঠাকরে সরকার।

কোথায় ব্যালটে ভোট

কোথায় ব্যালটে ভোট

মহারাষ্ট্র সরকার এই বিল পেশ করছে কেবল মাত্র রাজ্যের জন্য। বিধানসভা নির্বাচন এবং রাজ্যের নিজস্ব নির্বাচনের ক্ষেত্রেই এই ব্যালট ব্যবহার করা হবে বলে জানিয়েছেন শিবসেনা। মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপে অন্যান্য রাজ্যগুলিও জোর পাবে বলে মনে করা হচ্ছে। নতুন করে এতে মোদী সরকারের চাপ বাড়বে এমনই মনে করছে রাজনৈিতকর মহল।

 আইনি পথেই বিল পেশ

আইনি পথেই বিল পেশ

কোনও রাজ্য সরকার এই ধরনের বিল পেশ করতে পারে কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে সংবিধানের ৩২৮ নম্বর ধারা এই অনুমতি দিয়েছে রাজ্য সরকারগুলিকে। তারা চাইলে সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য নির্বাচনের ভোট গ্রহনের এই পরিবর্তন আনতে পারে। যদিও শিবসেনা সরকারের দাবি এই নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে বিধায়কদের সঙ্গে। তারপরেই বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

English summary
Maharashtra government may introduced ballot for election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X