For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে সরকার গঠন: রাজনৈতিক আসরে জব্বর বোমা ফাটালেন শরদ! 'পাওয়ার' গেম শুরু

শোনা গিয়েছিল , শরদ পাওয়রের এনসিপি শিবসেনাকে বিজেপির সঙ্গ ছাড়ার শর্ত দিয়েছিল। আর সেই শর্তে ভর করেই শিবসেনা বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটতে থাকে।

  • |
Google Oneindia Bengali News

শোনা গিয়েছিল , শরদ পাওয়রের এনসিপি শিবসেনাকে বিজেপির সঙ্গ ছাড়ার শর্ত দিয়েছিল। আর সেই শর্তে ভর করেই শিবসেনা বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটতে থাকে। কিন্তু এনসিপি প্রধান শরদ পাওয়ারকে এই শর্তের বিষয়ে প্রশ্ন করতেই তিন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে কার্যত বোমা ফাটিয়ে দিয়েছেন এদিন সকালে।

আরব সাগরের উপকূলে জমজমাট রাজনীতি

আরব সাগরের উপকূলে জমজমাট রাজনীতি

আরব সাগরের তীরে যখন রাজনৈতিক সুপার সাইক্লোন তীব্র বেগে ধাবমান, তখন মুম্বইতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন শিবসেনার সঞ্জয় রাউত। আর সঞ্জয় রাউতের বক্তব্য খন একদিকে খবরে উঠে আসছে, তখন অন্যদিকে, এনসিপির শরদ পাওয়ার জানিয়ে দেন, ' কারোর সঙ্গে কোনও কথা হয়নি। আগে কংগ্রেসের সঙ্গে কথা হোক। তারপর..'। প্রসঙ্গত, এদিন তাঁকে শিবসেনার সঙ্গে এনডিএর সম্পর্ক ছিন্ন করা নিয়ে প্রশ্ন করা হয়।

সঞ্জয় রাউতের বক্তব্য

এদিন সঞ্জয় রাউত সাফ জানান, বিজেপির তরফে জনতার রায়কে অপমান কার হয়েছে। এটা বিজেপির অহংবোধ যে তারা সরকার গঠন করছে না।

'পাওয়ার গেম'

একদিকে যখন সকলে মনে করছেন যে এনসিপির কথা মতোই বিজেপির সঙ্গে জোট ছাড়ার পথে এগিয়েছে শিবসেনা, তখন শরদ পাওয়ারের 'কারোর সঙ্গে কোনও কথা হয়নি' মন্তব্য রাজনৈতিক পারদ তুঙ্গে রেখেছে। প্রশ্ন উঠছে তাহলে কি সরকার গঠনের গন্ধ পেতেই ১৮০ ডিগ্রি ঘোরার দিকে এগিয়ে যাচ্ছে শরদ শিবির!

সরকার গঠনের দিকে সেনা

সরকার গঠনের দিকে সেনা

এদিন মহারাষ্ট্রের রাজ্যপাল কোশিয়ারার সঙ্গে দেখা করে সরকার গঠনের দিকে এগিয়ে যাতে শুরু করবে শিবসেনা। এদিন দুপুরেই সেই আনুষ্ঠানিক পর্ব শুরু হবে। তার আগে সোনিয়ার সঙ্গে শরদের বৈঠক একটি বড় ভূমিকা পালন করতে চলেছে।

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির চক্রান্ত করছে বিজেপি, বিস্ফোরক মন্তব্য সঞ্জয় রাউতেরমহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির চক্রান্ত করছে বিজেপি, বিস্ফোরক মন্তব্য সঞ্জয় রাউতের

English summary
Maharashtra government formation Haven’t Had a Word With Anyone,’ Says Sharad Pawar on Arvind Sawant’s Resignation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X