For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দাপট কমাতে ফের লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে, রাজ্যে প্রবেশে জারি নয়া নির্দেশিকা

করোনার দাপট কমাতে ফের লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে, রাজ্যে প্রবেশে জারি নয়া নির্দেশিকা

  • |
Google Oneindia Bengali News

এখনও দেশের করোনা তালিকায় শীর্ষ স্থানেউ রয়েছে মহারাষ্ট্র। এমনকী দৈনিক আক্রান্তের নিরিথেও পিছনে পড়েছে সব রাজ্যেই। কয়েকদিনে আক্রান্তের সংখ্যায় খানিক পারাপতন দেখা গেলেও ফের বাড়ছে সংক্রমণ। এমতাবস্থায় করোনার দাপট কমাতে ফের লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্র সরকার। সেই সঙ্গে রাজ্যে প্রবেশে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্টও বাধ্যতামূলক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

১ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

১ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

উদ্ধব সরকারে নয়া নির্দেশিকা অনুসারে আগামী ১ জুন সকাল সাতটা পর্যন্ত কার্যকর হবে লকডাউন। করোনা দ্বিতীয় পর্বের সংক্রমণের শৃঙ্খল ভাঙার উদ্দেশ্যেই এই মেয়াদবৃদ্ধি বলে সরকারি ভাবে জানানো হয়েছে। তবে লকডাউন চললেও প্রতিদিন ৪ ঘণ্টা করে জরুরি পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।

 ভিন রাজ্য থেকে মহারাষ্ট্রে প্রবেশেও কড়া বিধিনিষেধ

ভিন রাজ্য থেকে মহারাষ্ট্রে প্রবেশেও কড়া বিধিনিষেধ

অন্যদিকে লকডাউনের বিধিনিষেধ জারির পাশাপাশি ভিন রাজ্য থেকে মহারাষ্ট্রে প্রবেশে বিশেষ নিয়মও দারি করা হয়েছে। স্পষ্ট ভাষায় জানানো হয়েছে রাজ্যের বাইরে থেকে কেউ মহারাষ্ট্রে পা রাখলেই বাধ্যতামূলকভাবে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট লাগবে। মহারাষ্ট্রে আসার ৪৮ ঘণ্টা আগে সেই রিপোর্ট পেতে হবে। এমনকী বাস, ট্রেন, বিমান যে কোনও মাধ্যমে এলেই এই রিপোর্ট বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

 করোনা মোকাবিলায় বুধবারে বসে জরুরি বৈঠক

করোনা মোকাবিলায় বুধবারে বসে জরুরি বৈঠক


এদিকে এর আগে ১৫ মে পর্যন্ত মহারাষ্ট্রে লকডাউনের ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার সেই মেয়াদ আরও ১৬ দিন বাড়িয়ে দেওয়া হল মহারাষ্ট্র সরকারের তরফে। বুধবারই সংক্রমণ নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানেই করোনা মোকাবিলায় একাধিক পন্থার বিষয়ে আলোচনা হয়। তারপরেই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এক নজরে মহারাষ্ট্রের করোনা মানচিত্র

এক নজরে মহারাষ্ট্রের করোনা মানচিত্র

এদিকে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনার কবলে পড়েছেন ৪৬ হাজার ৭৮১ জন। আর তাতেই নতুন করে আতঙ্ক বেড়েছে বলে খবর। মারা গিয়েছেন ৫৪ জন। এদিকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষের গণ্ডি পার করেছে। মোট মৃতের সংখ্যা ৭৮ হাজারের বেশি। অন্যদিকে গোটা রাজ্যে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৮ শতাংশে।

English summary
In Maharashtra, the lockdown period has been extended till June 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X