For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একনাথ শুধু সহকর্মী নন সতীর্থও, মহারাষ্ট্রে বিদ্রোহ দমনে আশার বাণী সঞ্জয় রাউতের

একনাথ শুধু সহকর্মী নন সতীর্থও, মহারাষ্ট্রে বিদ্রোহ দমনে আশার বাণী সঞ্জয় রাউতের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দমনে আশার কথা শোনালেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি বলেন, একনাথ শিন্ডের সঙ্গে আমরা কথা হয়েছে। একনাথ একজন শিব সৈনিক। তিনি আমাদের সঙ্গেই আছেন, আমাদের সঙ্গেই থাকবেন। ৪০ বছর একসঙ্গে রাজনীতি করছে, তিনি শুধু আমার সহকর্মী নন, আমার সতীর্থও।

একনাথ শুধু সহকর্মী নন সতীর্থও, মহারাষ্ট্রে বিদ্রোহ দমনে আশার বাণী সঞ্জয় রাউতের

সঞ্জয় বলেন, বিদ্রোহী বিধায়কদের সঙ্গে কথা চলছে। তাঁরা মহারাষ্ট্র ফিরবেন শীঘ্রই। বুধবার সকালে আমার সঙ্গে কথা হয়েছে এরকনাশ শিন্ডেরও। শিবসেনার কোনও সমস্যা নেই। কারণ তারা (বিদ্রোহীরা) আমাদের সঙ্গেই থাকবে। সেনা সাংসদ সঞ্জয় রাউতের কথায়, "শিন্ডে আমাদের পুরনো বন্ধু। আমাদের কথা হয়েছে। আমরা এক ঘণ্টা ধরে কথা বলেছি। আমরা কিছুই গোপন করছি না।"

মহারাষ্ট্রে জোট সরকারকে মহাসঙ্কটে ফেলে শিবসেনার বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডে ৪০ জন বিধায়ককে নিয়ে গুজরাতের সুরাতে চলে গিয়েছিলেন। এদিন আবার তিনি গুজরাত থেকে অসমে চলে গিয়েছেন। তিনি গুয়াহাটিতে নেমে বালাসাহেব ঠাকরের আদর্শের কথা বলেছেন। তাঁর আদর্শ মেনেই হিন্দুত্বের পথে পা দিয়েছেন শিন্ডে।

সম্প্রতি বিধান পরিষদ নির্বাচনে মহাজোটের হারের পরই জল্পনা তৈরি হয় মহারাষ্ট্রে। তারপর বিদ্রোহী মন্ত্রীর নেতৃত্বে শিবসেনা বিধায়কের একাংশ জোটবদ্ধ হয়ে মহারাষ্ট্রের সরকারকে ফেলে দিয়েছে ঘোর বিপাকে। মহারাষ্ট্রের মহা-আগাদি সরকার পতনের মুখে দাঁড়িয়ে রয়েছেন বিধায়কদের বিদ্রোহের কারণে। শিন্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৩৩ জন বিধায়ক ও নির্দলের সাতজন বিধায়ক।

মহারাষ্ট্রে সরকার পতনের কাউন্টডাউন শুরু হতেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মন্ত্রিসভার বৈছক ডেকেছেন। বুধবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। সঞ্জয় রাউতের দাবি বিধায়করা শীঘ্রই মুম্বইয়ে পৌঁছবেন। শিবসেনা বিধায়করা ঐক্যবদ্ধ রয়েছেন। একনাথ শিন্ডে প্রকৃত অর্থেই একজন শিব সৈনিক। তিনি শিবসেনাকে বিপদে ফেলতে পারেন না।

কংগ্রেস এখন অনেক নমনীয়, তবু রাষ্ট্রপতি পদপ্রার্থী চয়নে মমতারই জয় দেখছে রাজনৈতিক মহলকংগ্রেস এখন অনেক নমনীয়, তবু রাষ্ট্রপতি পদপ্রার্থী চয়নে মমতারই জয় দেখছে রাজনৈতিক মহল

এদিকে এনসিপি ও কংগ্রেসও পৃথকভাবে বৈঠকে বসেছে পরিষদীয় দলের সঙ্গে। কংগ্রেসের পক্ষ থেকে মহারাষ্রেৈঠর দায়িত্বপ্রাপ্ত নেতা কমলনাথ জানিয়েছেন, কংগ্রেস সঙ্ঘবদ্ধ রয়েছে। শিবসেনার ঐক্যবদ্ধ থাকলেই সরকার সঙ্কটে পড়বে না। এদিন উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করার কথা কংগ্রেস নেতা কমলনাথ ও এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের। এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে, এদিনই উদ্ধব ঠাকরে ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে। সঞ্জয় রাউতও এমন আভাস দিয়েছেন।

মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোট সরকারের পতন অনিবার্য হতে চলেছে। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত তাঁর বিবৃতিতে মহারাষ্ট্রের বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। একনাথ শিন্ডেকে শিব সৈনিক ও নিজের সতীর্থ বলে সম্বোধন করে আশার কথা শুনিয়েছিলেন পরক্ষণেই তিনি বললেন, সেনার কোনও ক্ষতি হবে না। বড়জোর সরকার ভেঙে যাবে।

English summary
Maharashtra crisis: Sanjay Rauth talks with rebel Eknath Shinde and addresses him as close friend
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X