For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র কোনদিকে এগোচ্ছে! এই পাঁচ সম্ভাবনার কোনও একটি হতে চলেছে

মহারাষ্ট্র কোনদিকে এগোচ্ছে! এই পাঁচ সম্ভাবনার কোনও একটি হতে চলেছে

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে যা সম্ভাবনা তাতে রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে চলেছে। বিজেপি, এনসিপি, শিবসেনা অথবা কংগ্রেস কোনও দলই এককভাবে সরকার গঠনের মতো জায়গায় নেই। এবং কোনও দলই নিজেদের মধ্যে জোট বাঁধতে তৎপর নয়। যার ফলে সম্ভবত রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র। তবে এর মধ্যেও কয়েকটি বিষয় রয়েছে যা বেশ চমকপ্রদ। রাষ্ট্রপতি শাসন যদি জারি হয়, তারপরও কোন একটি দল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এমন দাবি নিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারে। সেক্ষেত্রে ফের একবার রাষ্ট্রপতি শাসন সরে গিয়ে নতুন জোট মহারাষ্ট্রের ক্ষমতায় আসতে পারে। সবমিলিয়ে বর্তমান পরিস্থিতিতে মোট পাঁচটি সম্ভাবনা উঠে আসছে।

প্রথম সম্ভাবনা

প্রথম সম্ভাবনা

এদিন রাত সাড়ে আটটার মধ্যে কংগ্রেসের সমর্থনে এনসিপি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে। তবে এক্ষেত্রে শিবসেনার অবস্থান বেশ ঘোলাটে। কারণ তাঁরা কোনওভাবেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে চাইছে না। সেক্ষেত্রে এনসিপি-কংগ্রেস জোটকে তাঁরা সমর্থন করে জোট সরকারে থাকবে এমন সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়।

দ্বিতীয় সম্ভাবনা

দ্বিতীয় সম্ভাবনা

দ্বিতীয় সম্ভাবনা তৈরি হতে পারে এদিন রাত সাড়ে আটটার পর। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারী রাজ্যের চতুর্থ বৃহত্তম দল কংগ্রেসকে সরকার গঠনের আহ্বান দিলেন। যে সম্ভাবনা বেশ কঠিন বলেই আপাতভাবে মনে হচ্ছে। সেক্ষেত্রেও এনসিপি সমর্থন দিলেও শিবসেনার সমর্থন পাওয়া যাবে, এমনটা চিন্তা করা উচিত নয়। এমনকী মতাদর্শগত বিরোধের জায়গা থেকে কংগ্রেস শিবসেনার কাছে সমর্থন চাইতে যাবে না। ফলে এই সম্ভাবনা বেশ জটিল।

তৃতীয় সম্ভাবনা

তৃতীয় সম্ভাবনা

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির পর ফের একবার শিবসেনা-এনসিপি-কংগ্রেস বা বিজেপির সঙ্গে অন্য কোনও দল মিলে জোট সরকার গড়তে চাইলে সেক্ষেত্রে তাঁরা রাজ্যপালের কাছে গিয়ে ফের একবার সরকার গঠনের দাবি জানাবে। এবং রাজ্যপাল উচিত মনে করলে তাঁদের সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। সংখ্যাগরিষ্ঠতা পেলে নতুন জোট সরকার মহারাষ্ট্রে কাজ শুরু করতে পারে।

 চতুর্থ সম্ভাবনা

চতুর্থ সম্ভাবনা

বিজেপি এইসব ডামাডোলের মাঝে ফের একবার সরকার গঠনে উৎসাহ দেখাল। যদি কোনও দল এগিয়ে এসে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার করে (এক্ষেত্রে ধরে নেওয়া যাক এনসিপি) তাহলে গেরুয়া শিবির রাজ্যপালের কাছে গিয়ে ফের একবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা বলে সরকার গঠনের দাবি জানাবে। এবং তাঁরা তা প্রমাণ করতে পারলে মহারাষ্ট্রে তাঁরাই সরকার চালাবে। তবে এই সম্ভাবনাও বাস্তবায়িত হওয়া মুশকিল।

 পঞ্চম সম্ভাবনা

পঞ্চম সম্ভাবনা

এই সম্ভাবনা বেশি উজ্জ্বল। ধরা যাক রাজ্যপাল ভগত সিং মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করলেন। এবং পরে তাঁর মনে হল যে এভাবে চলছে না। সেক্ষেত্রে তিনি রাজ্যে ফের একবার নতুন করে নির্বাচনের ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে মহারাষ্ট্রে ফের একবার নির্বাচনের ডঙ্কা বাজবে। এবং ভোটাভুটির পর নতুন সরকার গঠিত হবে।

মহারাষ্ট্র নিয়ে এবার সুপ্রিমকোর্টে শিবসেনামহারাষ্ট্র নিয়ে এবার সুপ্রিমকোর্টে শিবসেনা

মহারাষ্ট্র কেন রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে! কোন দিকে ঘুরছে পরিস্থিতিমহারাষ্ট্র কেন রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে! কোন দিকে ঘুরছে পরিস্থিতি

English summary
Maharashtra crisis : President rule or new govt? Here are five possible chance to come
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X