For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিত আমাদের সঙ্গেই রয়েছেন, দাবি সঞ্জয় রাউতের

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অজিত পাওয়ার। তাঁর এই পদে অভিষিক্ত হওয়া ও বিজেপিকে সমর্থন ঘিরে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অজিত পাওয়ার। তাঁর এই পদে অভিষিক্ত হওয়া ও বিজেপিকে সমর্থন ঘিরে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছে। এদিন সুপ্রিম কোর্ট মামলার শুনানিতে জানিয়ে দেয়, মঙ্গলবার বিকেলের মধ্যে দেবেন্দ্র ফড়নবিশ এর সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে। এবং এক্ষেত্রে প্রোটেম স্পিকারের ঠিক করা থেকে শুরু করে কোন কোন পথে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তার দিক নির্দেশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

অজিত আমাদের সঙ্গেই রয়েছেন, দাবি সঞ্জয় রাউতের

অর্থাৎ মঙ্গলবারের মধ্যে যদি দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় সংখ্যা প্রমাণ না করা যায়, তাহলে তাদের সরে পড়তে হবে। এই অবস্থায় এদিন উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন এনসিপির বিক্ষুব্ধ নেতা অজিত পাওয়ার।

এনসিপি বিধায়কদের একটি দল দেবেন্দ্র ফড়নবিশকে সমর্থন করে মহারাষ্ট্র সরকার গড়েছে। যা নিয়ে এখন তুমুল কান্ড চলছে মহারাষ্ট্রে। এরই মধ্যে এদিন অজিত পদত্যাগ করেছেন। ফলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। শিবসেনা নেতা সঞ্জয় রাওয়াত তার মধ্যে জানিয়ে দিয়েছেন, অজিত পাওয়ার তাঁদের সঙ্গেই রয়েছেন। এখন দেখার শেষ অবধি নাটকের যবনিকা পতন কীভাবে হয়।

English summary
Maharashtra crisis : Ajit Pawat is with us, claims Shiv Sena leader Sanjay Raut
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X