For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কঠোর লকডাউন বিধির মাঝেও বাগ মানছে না মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি, আজকের পরিসংখ্যানএকনজরে

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের করোনা বিধি নিঃসন্দেহে দেশের বুকে উদ্বেগ বাড়িয়েছে। এদিকে মুম্বইতে এদিন করোনার জেরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ ,৪২৮ জন। এর আগে গতকাল সেখানে আক্রান্ত ছিল ১০ হাজারের ঘরে। কয়েকদিন আগে সেরাজ্যে করোনার জেরে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়ায় দৈনিক গ্রাফ হিসাবে।

কঠোর লকডাউন বিধির মাঝেও বাগ মানছে না মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি, আজকের পরিসংখ্যানএকনজরে

এদিকে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা এদিন ৫৯ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনার জেরে আক্রান্ত ৫৯৯০৭ জন। কোভিডর জেরে নাজেহাল উদ্ধব সরকারের অধীনে থাকা এই রাজ্যে ইতিমধ্যেই ছোট আকারে লকডাউন শুরু হয়েছে। যার জেরে একাধিক কঠোর বিধি লাগু হয়েছে। ৭ এপ্রিল গত ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, করোনার জেরে সেরাজ্যে ৩২২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩০ , ২৯৬ জন।

এদিকে, মহারাষ্ট্রে করোনার প্রকোপে মোট আক্রান্তের সংখ্যা ৩১,৭৩, ২৬১ জন। অ্যাক্টিভ কেস হয়েছে ৫,০১৫৫৯ জনের। মোট সুস্থতার সংখ্যা ২৬,১৩, ৬১৭ জন। মৃতের সংখ্যা মোট ৫৬,৬৫২ জন।

এদিকে, দেশের করোনা পরিস্থিতির দিকে নজর দিয়ে কর্মস্থলে ভ্যাকসিন চালু করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। অন্যদিকে করোনার প্রবল প্রকোপ দেশে বেড়ে যাওয়া নিয়ে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্র। তারা জানিয়েছে ভ্যাকসিনের কমতি দেশে নেই। তবে বিয়ে বাড়ি, রাজনৈতিক জমায়েত, কৃষক আন্দোলনে জমায়েতের মতো ঘটনা দেশে করোনা ছড়াতে বড় ভূমিকা পালন করেছে। এছাড়াও দেশবাসীর কোভিড পরিস্থিতিতে সচেতনার অভাব এই ঘটনায় বড়সড় ভূমিকা পালন করছে।

English summary
Maharashtra Covid 19 single day cases reaches 59,907 in 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X