For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে এবার হতে পারে সম্পূর্ণ লকডাউন, চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল

মহারাষ্ট্রে এবার হতে পারে সম্পূর্ণ লকডাউন

Google Oneindia Bengali News

রাজ্যে যে হারে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে তাতে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চলেছে মহারাষ্ট্র সরকার। স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থেকে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন যে সমস্ত মন্ত্রীরা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে রাজ্যজুড়ে সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করার আর্জি জানিয়েছেন।

করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে এবার হতে পারে সম্পূর্ণ লকডাউন, চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল


সরকারি এক সূত্রে জানানো হয়েছে যে মহারাষ্ট্রে ১৫ দিনের লকডাউন কার্যকর হতে পারে। মঙ্গলবার টোপে বলেন, '‌আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি যে রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর কাছে সব মন্ত্রীদের এটি আর্জি, এবার এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত।’‌ তবে মন্ত্রীর কথায় এটা ইঙ্গিত মিলেছে যে বুধবারই হয়ত এই সিদ্ধান্তের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেন, '‌মেডিক্যাল অক্সিজেনের ঘাটতি রয়েছে। মহারাষ্ট্রে সম্পূর্ণ লকডাউন প্রয়োজন। এ সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই ঘোষণা করা হবে।’‌ অন্যদিকে, মহারাষ্ট্রের স্কুল শিক্ষা মন্ত্রী ঘোষণা করেছেন যে, করোনা পরিস্থিতির জেরে সে রাজ্যে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিন, সে রাজ্যের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী ১ মে পর্যন্ত সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত খোলা থাকবে মুদির দোকান।

উল্লেখ্য, দেশের মধ্যে মহারাষ্ট্রে কোভিড পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই সে রাজ্যে ১৫ দিনের জনতা কার্ফু ঘোষণা করা হয়েছিল। ১৪৪ ধারা জারি করা হয়েছে গোটা মহারাষ্ট্রে। রাজ্যবাসীর উদ্দেশে এক বার্তায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, '‌গত বছরের থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে। হাসপাতালগুলিতে বেডের অভাব বাড়ছে। ওষুধপত্র অমিল। আর সময় নষ্ট করা সম্ভব নয়। এবার সমস্ত পরিকাঠামো ভেঙে পড়বে।’‌

English summary
maharashtra could be headed for full lockdown uddhavs decision likely tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X