For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন জারি হয়ে গেল ১৫ মার্চ থেকে নাগপুরে, মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ঘিরে চরম উদ্বেগ

লকডাউন জারি হয়ে গেল ১৫ মার্চ থেকে নাগপুরে, মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ঘিরে চরম উদ্বেগ

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র জুড়ে কোভিড পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হতে শুরু করেছে। মহারাষ্ট্রের বহু এলাকায় করোনার নতুন করে সংক্রমণর জেরে প্রশাসনের তরফে নয়া বিধি নিষেধ কার্যকর করা হয়েছে। এদিকে নাগপুরে লকডাউন জারি হয়ে গেল মার্চ মাসের ১৫ তারিখ থেকে।

লকডাউন জারি হয়ে গেল ১৫ মার্চ থেকে নাগপুরে, মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ঘিরে চরম উদ্বেগ

বুধবার মহারাষ্ট্রের নাগপুরেই শুধু নতুন করে ১৭১০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এরপরই সেখানে লকডাউন জারি হয়েছে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা সেখানে জারি রয়েছে। এর আগে কল্যাণ ডম্বিভ্যালি এলাকায় অত্যাবশ্যকীয় নয়, এমন দোকানপাট বন্ধের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। তবে তা সন্ধঅযে ৭ টার পর বন্ধ করার কথা বলা হয়েছে। তবে রেস্তোরাঁতে কোন মতেই নতুন করে বিধি আরোপিত হয়নি।

তবে পথ চলতি স্ট্রিটফুডের স্টলগুলিকে সকাল ৭ টা পর্যন্ত সেখানে বন্ধ রাখার কথা বলা হয়েছে। এদিকে, এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০৯৩৮১৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮, ১০০ জন। এদিন সকালে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬. ৯২ শতাংশে। মৃত্যুর হার ১.৪০ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০৯৩৮১৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮, ১০০ জন। এদিন সকালে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬. ৯২ %-এ। মৃত্যুর হার ১.৪০ %।

অবশেষে সমাপ্তি ট্রায়াল পর্বে, পুরো দস্তুর টিকাকরণের ছাড়পত্র পেল কোভ্যাক্সিনঅবশেষে সমাপ্তি ট্রায়াল পর্বে, পুরো দস্তুর টিকাকরণের ছাড়পত্র পেল কোভ্যাক্সিন

English summary
Maharashtra Corona update, Lockdown Imposed in Nagpur from March 15-21, Kalyan-Dombivli Gives 7pm Deadline to Shops
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X