For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে চূড়ান্ত নাটক, এনসিপি থেকেই মুখ্যমন্ত্রী চাইছে কংগ্রেস, সাইডলাইনে শিবসেনা

মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে নাটক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারী এনসিপি-কে সরকার গড়তে এদিন রাত সাড়ে আটটা পর্যন্ত সময় দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে নাটক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারী এনসিপি-কে সরকার গড়তে এদিন রাত সাড়ে আটটা পর্যন্ত সময় দিয়েছেন। তার মধ্যে যদি এনসিপি সরকার গঠনের দাবি জানায়, তাহলে একটি পথ খুলতে পারে। আর যদি এনসিপি তা না করে অর্থাৎ সরকার গঠনের মতো বিধায়ক সংখ্যা জোগাড় করতে না পারে, তাহলে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে।

মহারাষ্ট্রে চূড়ান্ত নাটক, এনসিপি থেকেই মুখ্যমন্ত্রী চাইছে কংগ্রেস, সাইডলাইনে শিবসেনা

তবে এর মধ্যে অনেক যদি-কিন্তু রয়েছে। কংগ্রেস খুব কৌশলে শিবসেনাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সোমবার কংগ্রেসের সমর্থন জোগাড় করতে উদ্ধব ঠাকরে নিজে ফোনে কথা বলেন সোনিয়া গান্ধীর সঙ্গে। গোটা বিষয়টি দেখে শিবসেনার প্রতি সহমর্মিতা দেখালেও পুরোপুরি সমর্থনের হাত বাড়িয়ে দেননি সোনিয়া। আর যার ফলে গিয়ে রাজ্যপালের কাছে গিয়েও সরকারের দাবি জানাতে পারেনি শিবসেনা।

 সরকার গঠন নিয়ে ঐক্যমত্যের সংকট, রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে ঐক্যমত্যের সংকট, রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র

ফলে রাজ্যপালকে বাধ্য হয়ে এনপিকে আহ্বান জানাতে হয়েছে। তাঁরাও শিবসেনার মতো ২৪ ঘন্টা সময় পেয়েছেন। যা এদিন রাতে শেষ হচ্ছে। কংগ্রেস কৌশলে এনসিপিকে সামনে ঠেলে দিয়েছে। অর্থাৎ মহারাষ্ট্রে যদি জোট সরকার করতে হয় তাহলে এনসিপি-কংগ্রেস জোটকে সমর্থন করতে হবে শিবসেনার। শিবসেনার মুখ্যমন্ত্রিত্বের কোনও সম্ভাবনা থাকবে না। এখন যা পরিস্থিতি তাতে জল কোনদিকে গড়ায় তা সম্ভবত এদিন রাতের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

 সুযোগ আসবেই! মহারাষ্ট্র নিয়ে অপেক্ষা ও দেখার নীতি বিজেপির সুযোগ আসবেই! মহারাষ্ট্র নিয়ে অপেক্ষা ও দেখার নীতি বিজেপির

English summary
Maharashtra : Congress wants CM from NCP only, Shiv Sena sidelined
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X