For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের বিরুদ্ধে আরও কঠিন লড়াইয়ে কোন বার্তা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাসের বিরুদ্ধে আরও কঠিন লড়াইয়ে কোন বার্তা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে। মারণ ভাইরাসের দাপটে কার্যত বিপর্যস্ত মহারাষ্ট্র। যেখানে আগামী দিনে লড়াই আরও কঠিন হতে চলেছে বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ বার্তা দিয়েছেন শিবসেনা প্রধান। বর্তমান পরিস্থিতিতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা সচল করীর ক্ষেত্রে কেন্দ্রের কাছে আরও কিছুটা সময় চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

মারণ করোনা ভাইরাস

মারণ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৫৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন তিন হাজার আটশোরও বেশি মানুষ। কেবল মহারাষ্ট্রেই সাড়ে ৪৪ হাজার কোভিড-১৯ কেস ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১৫০০-র বেশি মানুষের।

পরিস্থিতি কঠিন

পরিস্থিতি কঠিন

করোনা ভাইরাসের প্রভাবে মহারাষ্ট্রে দিনকে দিন পরিস্থিতি যে আরও কঠিন হচ্ছে, তা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে প্রশাসন অতিরিক্ত স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন শিবসেনা প্রধান। অনলাইন ব্রিফিং চলাকালীন উদ্ধব জানিয়েছেন, মে মাসের শেষে মহারাষ্ট্রে আরও ১৪ হাজার শয্যা শুধুমাত্র কোভিড-১৯ রোগীদের জন্য বিভিন্ন হাসপাতালে মজুত করা হবে। বর্তমানে রাজ্যের তিন হাজার ফিল্ড হাসপাতালে সাত হাজার শয্যায় রয়েছে বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

লকডাউনের জন্য সম্ভব

লকডাউনের জন্য সম্ভব

উদ্ধব ঠাকরে মনে করে, হুট করে দেশজুড়ে লকডাউন ডেকে দিলে সমস্যায় পড়তে পারতেন মানুষ। ধাপে ধাপে তা কার্যকর হওয়ায়, পরিস্থিতির সঙ্গে প্রশাসন লড়াই করতে পেরেছে বলেও দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, তাঁর রাজ্যে ১৩ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসের প্রভাবমুক্ত হয়েছেন। মহারাষ্ট্রের মানুষের সহযোগিতার জন্যই তা সম্ভব হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

বিমান পরিষেবা

বিমান পরিষেবা

মহারাষ্ট্রের বিভিন্ন শহর থেকে এখনই অন্তর্দেশীয় বিমান পরিষেবা সচল করা সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কেন্দ্রীয় উড়ানমন্ত্রী হরদীপ সিং পুরীকে এ ব্যাপারে তিনি বিশেষ আবেদনপত্র পাঠিয়েছেন বলে বক্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর।

মোদীর কথাই মানছেন না বিজেপির নেতারা! দিলীপ ঘোষদের বিরুদ্ধেই উঠল বিরাট অভিযোগমোদীর কথাই মানছেন না বিজেপির নেতারা! দিলীপ ঘোষদের বিরুদ্ধেই উঠল বিরাট অভিযোগ

English summary
Maharashtra CM Uddhav Thackeray is preparing extra health facilities to fight against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X