For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে ফুটব্রিজ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী ফড়নবীশের

মুম্বইয়ে সিএসটি স্টেশনের অদূরে ফুট ওভারব্রিজ ভেঙে পড়ার দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬ জনের বেশি মানুষ।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ে সিএসটি স্টেশনের অদূরে ফুট ওভারব্রিজ ভেঙে পড়ার দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬ জনের বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই দুর্ঘটনার পর সরাসরি পুরসভার দিকে অভিযোগের আঙুল উঠেছে। এর আগে ব্রিজ দুর্ঘটনায় একশো জনের বেশি মানুষ নিহত হওয়ার পরে সবকটি ব্রিজ পর্যবেক্ষণের জন্য দেওয়া হয়েছিল। তাহলে কী করে এই ব্রিজটিকে বিশেষ দেখভাল করা হল তা সেই প্রশ্ন উঠছে।

দুর্ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, নিহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বইয়ের ব্রিজ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মহারাষ্ট্র সরকার সাহায্যের জন্য সবরকম ব্যবস্থা করছে বলেও তিনি জানান।

আহতদের সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পৌঁছন মুম্বইয়ের মেয়র বিশ্বনাথ মহাদেশ্বর। সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন। শিবসেনা-বিজেপির নেতারা এলাকায় ও হাসপাতালে ঘুরে গিয়েছেন।

English summary
Maharashtra CM Devendra Fadnavis announces ex-gratia of rs 5 lakh to the decrease family, PM Modi condolances for who lost life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X