For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের মন্ত্রক বন্টণের ঘোষণা আজ, কে পাচ্ছেন কোন মন্ত্রক?

দীর্ঘ টালবাহানার পর সোমবার সম্প্রসারিত হয় মহারাষ্ট্রের মন্ত্রিসভা। উপমুখ্যমন্ত্রী পদে অজিত পাওয়ার সহ মোট ৩৬জন মন্ত্রী শপথ নেন সেদিন। তবে মন্ত্রক বন্টণের চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা হবে আজ।

Google Oneindia Bengali News

দীর্ঘ টালবাহানার পর সোমবার সম্প্রসারিত হয় মহারাষ্ট্রের মন্ত্রিসভা। উপমুখ্যমন্ত্রী পদে অজিত পাওয়ার সহ মোট ৩৬জন মন্ত্রী শপথ নেন সেদিন। তবে মন্ত্রক বন্টণের চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা হবে আজ। সূত্রের খবর উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার পেতে চলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রক। এছাড়া উদ্ধব ঠাকরের ছেলে, আদিত্য ঠাকরে পেতে পারেন পরিবেশ ও পর্যটন মন্ত্রক।

কে কোন মন্ত্রেক পাচ্ছেন?

কে কোন মন্ত্রেক পাচ্ছেন?

অজিত পাওয়ার (এনসিপি) - অর্থ ও পরিকল্পনা
আদিত্য ঠাকরে (শিবসেনা) - পরিবেশ ও পর্যটন মন্ত্রক
অনিল দেশমুখ (এনসিপি) - স্বরাষ্ট্রমন্ত্রক
জয়ন্ত পাতিল (এনসিপি) - সেচমন্ত্রক
দিলীপ ওয়াসলে পাতিল (এনসিপি) - শ্রম ও আবগারি মন্ত্রক
চৌহান ভুজবাল (এনসিপি) - খাদ্য ও নাগরিক সরবরাহ
একনাথ শিন্ডে (শিবসেনা) - নগর উন্নয়ন
সুভাষ দেসাই (শিবসেনা) - শিল্প মন্ত্রক
বালাসাহেব থোরাট (কংগ্রেস) - রাজস্ব
অশোক চৌহ্বান (কংগ্রেস) - পিডাব্লুডি
অমিত দেশমুখ (কংগ্রেস) - স্কুল শিক্ষা বা শক্তি
নীতিন রাউত (কংগ্রেস) - সম্ভবত শক্তি মন্ত্রক
যশোমতি ঠাকুর (কংগ্রেস) - মহিলা ও শিশু বিকাশ
নবাব মালিক (এনসিপি) - সংখ্যালঘু বিষয়ক
জিতেন্দ্র আওহাদ (এনসিপি) - আবাসন

মন্ত্রিত্ব না পেয়ে অশন্তোষ সেনা বিধআয়কদের

মন্ত্রিত্ব না পেয়ে অশন্তোষ সেনা বিধআয়কদের

মন্ত্রিত্ব না পেয়ে ইতিমধ্যেই এনসিপি বিধআয়কের পদত্যাগের ঘটনা দেখএছি মহারাষ্ট্র। এছাড়া কংগ্রেস বিধআয়কের একাংশও অখুশি মন্ত্রিত্ব না পাওয়ায়। সেই ছোঁয়াচে রোগ এবার গায়ে লাগল শিবসেনারও। খুল্লাম খুল্লা মন্ত্রিত্ব না পাওয়ায় মুখ খুলতে দেখা গেল বেশ কয়েকজন সেনা বিধায়ককে। সেনার সুনীল প্রভু, রবীন্দ্র ওয়াইকার, সুনীল রাউত, প্রতাম সারনায়ক, প্রকাশ আবিতকার, আশীষ জয়সওয়াল, সঞ্জয় শিরসাতরাও মন্ত্রিত্ব না পাওয়ায় দলের অন্দরে অশন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

জোটসঙ্গীরাও অশন্তুষ্ট

জোটসঙ্গীরাও অশন্তুষ্ট

সোমবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। ৩৬ জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়। যেখানে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পাওয়ার। আর রাতেই নিজেকে রাজনীতির অযোগ্য ঘোষণা করে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের বিড জেলা থেকে এনসিপির টিকিটে নির্বাচিত বিধায়ক প্রকাশ সোলাঙ্কে। মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় কংগ্রেস বিধায়ক সংগ্রাম থোপাটের অনুগামীরা মঙ্গলবার কংগ্রেস অফিসে ভাঙচুর চালায়।

তৃণমূল নেত্রীর সঙ্গে নিজের তুলনা মুকুলের! বললেন, মিথ্যা খুনের মামলায় কী করতে হয় জানেন মমতাতৃণমূল নেত্রীর সঙ্গে নিজের তুলনা মুকুলের! বললেন, মিথ্যা খুনের মামলায় কী করতে হয় জানেন মমতা

English summary
maharashtra cabinet distribution today, who to get what
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X