For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর 'স্বপ্ন'কেই চ্যালেঞ্জ! বিরোধী সুর এবার বিজেপি বিধায়কের গলায়

কেন্দ্রের এবং মহারাষ্ট্রের বিজেপি সরকার বিজেপি সরকার যুবকদের কাজ দিতে ব্যর্থ হয়েছে। এমনটাই অভিযোগ করলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক আশিস দেশমুখ।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের এবং মহারাষ্ট্রের বিজেপি সরকার যুবকদের কাজ দিতে ব্যর্থ হয়েছে। এমনটাই অভিযোগ করলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক আশিস দেশমুখ। তিনি দাবি করেছেন, মেক ইন ইন্ডিয়া, ম্যাগনেটিক মহারাষ্ট্র( রাজ্য সরকারের ইনভেস্টমেন্ট সামিট) , স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া চাকরির সুযোগ তৈরি করতে পারেনি।

বিরোধী সুর এবার বিজেপি বিধায়কের গলায়! মোদীর স্বপ্নকেই চ্যালেঞ্জ

নিজের বিধানসভা কেন্দ্র নাগপুরের কাছে কাটরোলে যুব সংসদের আয়োজন করেছিলেন এই বিজেপি বিধায়ক। সেখানে তিনি বলেন, বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু গত চার বছরে মাত্র ২.২ লক্ষ চাকরির ব্যবস্থা হয়েছে সারা দেশে।

একইসঙ্গে তিনি স্থানীয় বিজেপি নেতাদের দাবিরও বিরোধিতা করেন। সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় বিজেপি নেতারা দাবি করেছিলেন, নাগপুরের মাল্টি মোডাল ইন্টারন্যাশনাল হাব এয়ারপোর্টে ৫০ হাজারের ওপর যুবক কাজ পেয়েছেন। এলাকায় কোনও নতুন কারখানা তৈরি হয়নি। এমন কী কোনও সার্ভিস ইন্ডাস্ট্রিও তৈরি হয়নি বলে জানিয়েছেন ওই বিজেপি বিধায়ক।

আশিস দেশমুখ দাবি করেছেন, মেক ইন ইন্ডিয়া, ম্যাগনেটিক মহারাষ্ট্র( রাজ্য সরকারের ইনভেস্টমেন্ট সামিট) , স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া চাকরির সুযোগ তৈরি করতে পারেনি।

দীর্ঘদিন ধরেই দলকে বেগ দিয়ে চলেছেন আশিস দেশমুখ। এর আগে নিজের সমর্থকদের নিয়ে আলাদা বিদর্ভ রাজ্যের দাবিও করেছেন তিনি।

English summary
Maharashtra BJP MLA Ashish Deshmukh Questions Party's Job Creation Claims
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X