হাথরাসে প্রিয়াঙ্কা গান্ধীর পোশাকে হাত উর্দিধারীর!যোগীর পুলিশের সমালোচনায় মহারাষ্ট্রের বিজেপি নেত্রী
উত্তর প্রদেশ পুলিশ কার্যত প্রবল সমালোচনার মুখে পড়ে গিয়েছে হাথরাসে একের পর ক ঘটনার জেরে। প্রথমত, ১৯ বছরের তরুণীর ধর্ষণের অভিযোগের ঘটনাকে ধর্ষণ বলে মানতেই রাজি হচ্ছে না পুলিশ। অন্যদিকে, নির্যাতিতার বাড়িতে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী যাওয়ার সময়, তাঁদের আটকানো হয়।পাল্টা বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। তখনই তাঁর পোশাক ধরে টানতে দেখা গিয়েছে এক পুলিশ কর্মীকে। এরপরই বিজেপি র এক নেত্রী ক্ষোবে ফুঁসে ওঠেন।

বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াগের দাবি
মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ প্রিয়াঙ্কার ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন। তিনি টুইট বার্তায় লেখেন, ' পুরুষ পুলিশের সাহস কী করে হয় মহলা নেত্রীর পোশাকে হাত দেওয়ার!.. ' এরপরই তিনি ক্ষোভ উগড়ে লেখেন, কোনও মহিলা নেত্রী যদি প্রতিবাদে এগিয়ে আসেন, তাহলে পুলিশের উচিত মহিলার মর্যাদা সম্পর্কে খেয়াল রাখা।

যোগীর কাছে আর্জি
এরপরই মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানান, তিনি যাতে এমন পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। ওয়াঘের আর্জি , 'ভারতীয় সংস্কৃতিতে' আস্থা রাখা যোগী আদিত্যনাথ এমন পুলিশের ব্যবহার যেন বরদাস্ত না করেন।

স্মৃতি ইরানিকে বিক্ষোভ প্রদর্শন
এদিকে, হাথরাস মামলায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বারাণসীতে স্মৃতির কনভয় থামিয়ে এমন গণধর্ষণের কাণ্ডের জন্য তাঁর ইস্তফা দাবি করা হয়।

২০২১-এর জুলাইয়ে কত মানুষকে ভ্যাকসিন, টার্গেট জানালেন স্বাস্থ্যমন্ত্রী