For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ভয়াবহতায় সবার আগে মহারাষ্ট্র-মুম্বই, দেশে সংক্রমণ শুরুর পর থেকে রবিবার ভাঙল সব রেকর্ড

করোনার (coronavirus) ভয়াবহতায় দেশে সবার আগে মহারাষ্ট্র (maharashtra)। আর রাজ্য রাজধানীগুলির মধ্যে সবার আগে মুম্বই (mumbai)। রবিবার সেখানে আক্রান্ত হয়েছেন ৪০,৪১৪ জন। আগে রবিবার সংখ্যাটা ছিল ৩০, ৫৩৫। গত ২০২০-র মার্চ

  • |
Google Oneindia Bengali News

করোনার (coronavirus) ভয়াবহতায় দেশে সবার আগে মহারাষ্ট্র (maharashtra)। আর রাজ্য রাজধানীগুলির মধ্যে সবার আগে মুম্বই (mumbai)। রবিবার সেখানে আক্রান্ত হয়েছেন ৪০,৪১৪ জন। আগে রবিবার সংখ্যাটা ছিল ৩০, ৫৩৫। গত ২০২০-র মার্চ থেকে হওয়া একদিনে সংক্রমণে সর্বোচ্চ। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৭, ১৩, ৮৭৫ জন। গত ২৪ ঘন্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে।

মৃতের সংখ্যা ৫৪,১৮১

মৃতের সংখ্যা ৫৪,১৮১

রাজ্য সরকারের প্রকাশিত হেলথ বুলেটিন থেকে জানা গিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪, ১৮১ জনের। শনিবার মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাটা ছিল ৩৫, ৭২৬। আর মৃতের সংখ্যা ছিল ১৬৬ জন।

মুম্বইয়ে আক্রান্ত ৬৯২৩ জন

মুম্বইয়ে আক্রান্ত ৬৯২৩ জন

রবিবার মুম্বইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯২৩ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আগের রবিবার সংখ্যাটা ছিল ৩৭৭৫ জন। এদিন মুম্বইয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মুম্বইয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে ১১,৬৪৯-তে। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬,১২৩ জন এবং মৃতের সংখ্যা ছিল ১২ জন।

লকডাউনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

লকডাউনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই লকডাউনের হুঁশিয়ারি দিয়েছেন। সাধারণ মানুষ সরকার নির্ধারিত গাইডলাইন মেনে চলছেন না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত প্রায় একসপ্তাহের বেশি সময় ধরে মহারাষ্ট্রে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ১ লক্ষের মতো। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের টাস্কফোর্সের বৈঠকের পরেই শক্ত হাতে সরকারকে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেওয়া হয়। টাস্কফোর্সের তরফে বলা হয়েছে, যেভাবে সেখানে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে তাতে স্বাস্থ্য পরিকাঠামোকে হার মানিয়ে দিচ্ছে।

রাত্রিকালীন কার্ফু ১৫ এপ্রিল পর্যন্ত

রাত্রিকালীন কার্ফু ১৫ এপ্রিল পর্যন্ত

করোনায় দেশের মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র। সেখানে ইতিমধ্যেই রাত্রিকালীন কার্ফুর মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। কার্ফুর সময় রাত ৮ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত।

প্রার্থীর আবদারে মেজাজ হারালেন নুসরত, রোড-শো-এর মাঝপথেই মমতার নাম তুলে নেমে গেলেন তৃণমূল সাংসদপ্রার্থীর আবদারে মেজাজ হারালেন নুসরত, রোড-শো-এর মাঝপথেই মমতার নাম তুলে নেমে গেলেন তৃণমূল সাংসদ

English summary
Maharashtra and Mumbai's coronavirus tally highest on Sunday, ever reported since march 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X