For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের হয়ে ভোট চাইতে গিয়ে পাকিস্তান প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য শরিক দলের সুপ্রিমোর

নতুন জোটে যোগ দিয়েই কংগ্রেসের সঙ্গে সখ্যতা ও বিজেপি বিরোধিতা করতে গিয়ে তাল কাটল কেশব দেবের।

  • |
Google Oneindia Bengali News

মহান দলের প্রধান কেশব দেব মৌর্য কয়েকদিন হল কংগ্রেসের সঙ্গে লোকসভা ভোটে সমঝোতা করে লড়বেন বলে ঠিক করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী দলের নেতৃত্বে আসার পরই এই রদবদল হয়েছে। ছোট দলগুলিকে নিয়ে জোট তৈরি হয়েছে। লোকসভা ভোটে কংগ্রেসের নেতৃত্বেই তাঁরা ভোটে লড়বে।

দলীয় সভায় বিতর্কিত মন্তব্য কংগ্রেসের শরিক দলের সুপ্রিমোর

তবে নতুন জোটে যোগ দিয়েই কংগ্রেসের সঙ্গে সখ্যতা ও বিজেপি বিরোধিতা করতে গিয়ে তাল কাটল কেশব দেবের। পুলওয়ামার হামলার পর যখন সারা দেশ পাকিস্তান বিরোধিতার সুরে গলা মিলিয়েছে, তখন ভোট চাইতে গিয়ে পাকিস্তানের প্রসঙ্গ টেনে বিতর্কে জড়ালেন মহান দলের এই নেতা।

কেশব দেব মোরাদাবাদে সভায় বলেছেন, ভোট প্রার্থী কে তা দেখবেন না। হাতের চিহ্ন থাকলেই হবে। সেটাই দেখবেন। সেটাতেই ভোট দেবেন। প্রার্থী যেই হোক না কেন, ভালো হোন, খারাপ হোন, এমনকী পাকিস্তান থেকে আসুন না কেন, মহান দলের তাতে আপত্তি থাকবে না।

অর্থাৎ পাকিস্তানিরা কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ালেও তাঁদেরই ভোট দিতে আর্জি জানিয়েছেন মহান দলের সুপ্রিমো। যা নিয়ে হইচই শুরু হয়েছে।

পুলওয়ামা হামলার পরবর্তী সময়ে পাকিস্তানকে ভারত আন্তর্জাতিক স্তরে কোণঠাসা করতে উদ্যত হয়েছে। তার মধ্যেই মোরাদাবাদে কংগ্রেস প্রার্থীকে জেতাতে পাকিস্তান প্রসঙ্গ টেনে আনা নিয়ে কী প্রতিক্রিয়া হয় এখন সেটাই দেখার।

English summary
Mahan Dal chief Keshav Dev Maurya sparks controversy in Moradabad rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X