For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাগঠবন্ধনই ঠেকাতে পারে বিজেপিকে! কংগ্রেস-সহ সব বিরোধীদের সতর্ক করলেন নীতীশ

মহাগঠবন্ধনই ঠেকাতে পারে বিজেপিকে! কংগ্রেস-সহ সব বিরোধীদের সতর্ক করলেন নীতীশ

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সঙ্গে জোট ছেড়েছেন। বিহারের মহাগঠবন্ধনের অংশ হয়েছেন নীতীশ কুমার। তিনি মনে করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে সারা দেশেই মহাগঠবন্ধন গড়ে তুলতে হবে। তা হলেই বিজেপিকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব হবে। এদিন নীতীশ কুমার ও লালু যাদব কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন।

সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ নীতীশ-লালু

এদিন নীতীশ কুমার কংগ্রেস-সহ সব বিরোধীদলের কাছে কাছাকাছি এসে মহাগঠবন্ধনের আহ্বান করেছেন। রবিবার সন্ধেয় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরজেডি সুপ্রিমো লালু যাদব সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন। প্রসঙ্গত পাঁচ বছরের বেশি সময় পরে এই তিন দলের মধ্যে এদিন বৈঠক হয়।

নির্বাচনী সমঝোতার বৈঠক

নির্বাচনী সমঝোতার বৈঠক

আরজেডি সূত্রে খবর. এদিন সোনিয়া গান্ধীর সঙ্গে নীতীশ-লালুর এই বৈঠক শুধুমাত্র ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য বিরোধী ঐক্য শক্তিশালী করার জন্যই নয়, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে বিরোধী ঐক্যের সমঝোতায় সম্মত হওয়ার জন্য আশ্বাস চাইবেন।
এছাড়া নীতীশ কুমার এবং লালু যাদব কংগ্রেসের থেকে রাজনৈতিকভাবে দূরে থাকা আঞ্চলিক দলগুলির সঙ্গে কথা চালানোর ব্যাপারেও সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলবেন।

লালু ও নীতীশের যেসব দলকে নিয়ে আগ্রহী

লালু ও নীতীশের যেসব দলকে নিয়ে আগ্রহী

সূত্রের খবর অনুযায়ী, জেডিইউ এবং আরজেডি প্রধানরা তেলেঙ্গানায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস, হরিয়ানার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল, কেরলে বামেরা, সমাজবাগী পার্টি, বহুজন সমাজ পার্টি, ওড়িশার বিজু জনতা দল, জম্মু ও কাশ্মীরের পিপিলস ডেমোক্রেটিক পার্টি এবং ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কথা বলতে চান।
জানা গিয়েছে, লালু যাদব এবং নীতীশ কুমার যদি বিরোধী শিবিরের নেতাদের প্রচুর সংখ্যায় তাদের দিকে আনতে পারেন, তাহলে তারা কংগ্রেস আপস করতে পারে।

আইএনএলডির সমাবেশে লালু-নীতীশ

এদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে লালু যাজব এবং নীতীশ কুমার হরিয়ানার ফতেহাবাদে আইএনএলডির সমাবেশে অংশ নেন। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত দেবী লালের জন্ম বার্ষিকীতে তাঁর ছেলে তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এমপ্রকাশ চৌতালা এই সভার আয়োজন করেন। সেই সভায় অংশ নিয়েছেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, শিরোমনি অকালি দলের সুখবীর সিং বাদল এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারম ইয়েচুরি।

অধীর প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন নাকি লোকসভার দলনেতা, নির্বাচনের আগে দোদুল্যমানতাঅধীর প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন নাকি লোকসভার দলনেতা, নির্বাচনের আগে দোদুল্যমানতা

English summary
Bihar CM Nitish Kumar calls for mahagathbandhan to all opposition in fear of lose badly in 2024 election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X