For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ম্যাগিতে সীসা রয়েছে', সুপ্রিম কোর্টে মেনে নিল নেসলে, ফের শুরু নয়া বিতর্ক

সর্বোচ্চ আদালতে মামলার শুনানিতে ম্যাগি প্রস্তুতকারক নেসলে কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে যে ম্যাগিতে সীসা রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ম্যাগিতে ক্ষতিকারক সীসা পাওয়া যাওয়া নিয়ে বছর কয়েক আগে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। আট থেকে আশি সকলের প্রিয় ম্যাগি নুডলস-কে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্বভাবতই সকলের আগ্রহ এটিকে ঘিরে ছিল। সেইসময়ে মাস কয়েক ম্যাগি বাজার থেকে উঠে গিয়েছিল। পরে তা ফের নতুন রূপে বাজারে আসে।

ম্যাগিতে সীসা রয়েছে, সুপ্রিম কোর্টে মেনে নিল নেসলে, ফের শুরু বিতর্ক

সেইসময়ে মামলা হয়েছিল যা এখনও আদালতে চলছে। সর্বোচ্চ আদালতে মামলার শুনানিতে ম্যাগি প্রস্তুতকারক নেসলে কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে যে ম্যাগিতে সীসা রয়েছে। সংস্থার তরফে দাঁড়ানো আইনজীবী তা স্বীকার করেছেন।

সরকার বনাম নেসলে মামলা নিয়ে যে ফের একপ্রস্থ হইচই হতে চলেছে তা বোঝা যাচ্ছে। কারণ ফের একবার ম্যাগি কাঠগড়ায় দাঁড়িয়ে। সরকারের হয়ে এনসিডিআরসি (ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন) যে মামলা করেছে তাতে ৬৪০ কোটি টাকা দাবি করা হয়েছে। আমজনতাকে ভুল বুঝিয়ে বাণিজ্যলাভের অভিযোগে এই টাকা চাওয়া হয়েছে। এই টাকা ক্রেতা সুরক্ষা আইনে নেসলে-কে জরিমানা করা হয় ২০১৫ সালে।

এদিন ক্রেতা সুরক্ষা মন্ত্রকের মামলার শুনানির পর নেসলের বিরুদ্ধে স্থগিতাদেশ তুলে নিয়েছে আদালত। আদালতে নেসলের আইনজীবী স্পষ্ট জানান, ম্যাগিতে সীসা ছিল। তবে তা নির্দিষ্ট মাত্রার মধ্যে। এর আগে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের হলফনামায় বলা হয়, সত্য গোপন করে লোক ঠকিয়েছে নেসলে। ম্যাগিতে যে সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট রয়েছে তা এড়িয়ে এটিকে স্বাস্থ্যকর খাদ্য হিসাবে পেশ করা হয়েছে।

English summary
Maggi has lead in it, Nestle lawyer admits in Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X