For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি বুরহানকে 'স্বাধীনতার নায়ক' তকমা দিল এই ম্যাগাজিন, দেদার বিক্রি পাঞ্জাবে, উঠল বিস্ফোরক তথ্য

এক সময়ে সে ছিল উপত্যকার ত্রাস। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন, হিজাবুল মুজাহিদ্দিনের কমান্ডার বুরহান ওয়ানি ২০১৬ সালের এক এনকাউন্টারেমারা যায়।

  • |
Google Oneindia Bengali News

এক সময়ে সে ছিল উপত্যকার ত্রাস। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন, হিজাবুল মুজাহিদ্দিনের কমান্ডার বুরহান ওয়ানি ২০১৬ সালের এক এনকাউন্টারে মারা যায়। তারপর তাকে 'স্বাধীনতা সংগ্রামী' তকমা দিয়ে পাকিস্তান বুরহানের মৃত্যু নিয়ে বেশ সরব হয়। এবার সেই বুরহানকে আবারও স্বাধীনতা সংগ্রামী হিসাবে তুলে ধরল এক উগ্রবাদী ম্য়াগাজিন। যা রমরমিয়ে বিক্রি হচ্ছে পাঞ্জাবে।

জঙ্গি বুরহানকে 'স্বাধীনতার নায়ক' তকমা দিল এই ম্যাগাজিন, দেদার বিক্রি পাঞ্জাবে, উঠল বিস্ফোরক তথ্য

[আরও পড়ুন:'মাওবাদী হয়ে যান, গুলি করব', কেন এই ডাক্তারদের একথা বললেন কেন্দ্রীয়মন্ত্রী, শুনলে তাজ্জব হবেন][আরও পড়ুন:'মাওবাদী হয়ে যান, গুলি করব', কেন এই ডাক্তারদের একথা বললেন কেন্দ্রীয়মন্ত্রী, শুনলে তাজ্জব হবেন]

উগ্রবাদী শিখ সংগঠন তথা খালিস্তান পন্থী সংগঠনের ম্য়াগাজিন 'ভনগার(চ্যালেঞ্জ)' -এ এক প্রকাশিত লেখায় বুরহানকে স্বাধীনতা সংগ্রামী বলে তুলে ধরা হয়। যেখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ওয়ানির একটি ছবিও পোস্ট করা হয়। এই ম্যাগাজিনটি পাঞ্জাবের আঞ্চলিক দল শিরোমনী আকালি দলের স্টলে বিক্রি হচ্ছে ৩০ টাকা দামে। উল্লেখ্য, পাঞ্জাবের পূর্ববর্তী রাজ্যসরকার ছিল এই দল। বর্তমানে বিজেপি-র জোটসঙ্গী এই দলের স্টলে এই ধরনের ম্যাগাজিন বড় বিতর্ক তৈরি করেছে।

এছাড়াও এই ম্যাগাজিন -এ স্বাধীনতা প্রসঙ্গে জতিহার জেলে বন্দি জগতার সিং এর বার্তাকেও তুলে ধরা হয়েছে। উগ্রবাদী শিখ সংগঠনের সদস্য এই জগতার সিং। সে ১৯৯৫ সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে খুনের মামলায় দোষী। গোয়েন্দা সূত্রের খবর, বেশ কিছু উগ্রশিখ সংগঠন আইএসআইএস -এর সঙ্গে হাত মিলিয়ে পাঞ্জাবের কিছু নেতাকে হত্যা করার ছক কষছে। এদিকে ,গোটা ঘটনায় যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

English summary
Hizbul Mujahideen terrorist Burhan Wani was killed by security forces in Kashmir in July 2016 but the ‘poster boy of terror’ is still admired by radical forces. A magazine with Wani’s photo on the cover page is on sale at the Shaheedi Jor Mela in Fatehgarh Sahib of Punjab. Over 10 lakh people are expected to attend the mela which will continue till December 27.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X