For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ বছর আগে খোয়া যাওয়া মূর্তি ফিরিয়ে দিল 'চোরের নাতি'! নেপথ্যে কোন 'কারণ'

ঘটনা ১০০ বছর আগের। সেই সময় তামিলনাড়ুর মাদুরাইয়ের মেলুরে ধোরুপতি মন্দিরের ভিতর থেকে খোয়া যায় একটি মূর্তি।

  • |
Google Oneindia Bengali News

ঘটনা ১০০ বছর আগের। সেই সময় তামিলনাড়ুর মাদুরাইয়ের মেলুরে ধোরুপতি মন্দিরের ভিতর থেকে খোয়া যায় একটি মূর্তি। মন্দিরের ৭০০ বছর পুরনো ওই মূর্তি ১৯১৫ সালে চুরি হয়ে যায় বলে জানা গিয়েছিল । প্রচুর খোঁজ, তল্লাশির পরও তা মেলেনি। ১৯১৫ সাল থেকে যা ঘিরে রয়ে গিয়েছিল রহস্য, তা উন্মোচন হল ২০১৯ সালে এসে!

১০০ বছর আগে খোয়া যাওয়া মূর্তি ফিরিয়ে দিল চোরের নাতি! নেপথ্যে কোন কারণ

এক সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী , ৭০০ বছরের পুরনো ওই মূর্তি চুরির অভিযোগ উঠেছিল মন্দিরের পুরোহিত কারুপ্পাস্বামীর বিরুদ্ধে। তবে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশও মূর্তি খুঁজে পায়নি। এই ঘটনা প্রায় ১০০ বছর পেরিয়েছে। এবার সেই পুরোহিত কারুপ্পাস্বামীর নাতি ৬০ বছরের মুরুগেসান সেই সেই মূর্তি উদ্ধার করে তা ফিরিয়ে দিয়েছেন । মুরুগেসানের বাড়ির দেওয়াল থেকে উদ্ধার হয়েছে সেই ঐতিহ্যশালী মূর্তি।

তবে এতবছর পর কেন মূর্তি নিজের থেকে ফিরিয়ে দিয়েছে পুরোহিতের পরিবার তা নিয়ে প্রশ্ন থাকছেই! যার জবাব হিসাবে জানা গিয়েছে, ঈশ্বরের অভিশাপের ভয়েই এমনটা করেছেন মুরুগেসান। তাঁর দাবি, তাঁদের পরিবার এই মূর্তি চুরির পর থেকে একাধিক সমস্যায় ভুগেছে। আর সেই সমস্যা থেকে রেহাই পেতেই মূর্তি ফেরালো পুরহিতের পরিবার।

English summary
Madurai priest stole idol 100 years ago, grandson returns it fearing wrath of gods.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X