For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮ বিধায়কের সদস্যপদ বাতিল! স্পিকারের সিদ্ধান্তে সিলমোহর আদালতের

১৮ এআইএডিএমকে বিধায়কের সদস্যপদ বাতিলের স্পিকারের সিদ্ধান্ত বজায় রাখল মাদ্রাজ হাইকোর্ট। টিটিভি দিনাকরণের অনুগামী ১৮ এআইএডিএমকে বিধায়কের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিলনাড়ুর স্পিকার।

  • |
Google Oneindia Bengali News

১৮ এআইএডিএমকে বিধায়কের সদস্যপদ বাতিলের স্পিকারের সিদ্ধান্ত বজায় রাখল মাদ্রাজ হাইকোর্ট। দল বদলের জেরে টিটিভি দিনাকরণের অনুগামী ১৮ এআইএডিএমকে বিধায়কের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিলনাড়ু বিধানসভার স্পিকার। যদিও এই সিদ্ধান্তের জেরে বর্তমান এআইএডিএমকে সরকারের ওপর কোনও প্রভাব পড়ছে না।

১৮ বিধায়কের সদস্যপদ বাতিল! স্পিকারের সিদ্ধান্তে সিলমোহর আদালতের

মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের অর্থ ১৮ টি আসনে উপনির্বাচন হবে। তবে ইকে পালানস্বামী সরকারের সমর্থনে বিধায়কের সংখ্যা বিধানসভার মোট সদস্য সংখ্যার অর্ধেকেরও বেশি রয়েছে। সরকারের সমর্থনে বিধায়ক রয়েছেন ১১৬ জন।

বিধানসভার স্পিকারের সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়েছে হাইকোর্টের আদেশে।

এদিকে হাইকোর্টের এই নির্দেশের পর দিনাকরণ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর ব্যাপারে বিধায়কদের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এই নির্দেশ দলের তাদের পক্ষে ধাক্কা নয়, একটা অভিজ্ঞতা। জানিয়েছেন, দিনাকরণ।

এদিকে, শাসক এআইএডিএমকের তরফে মুখ্যমন্ত্রী পালানিস্বামী বলেছেন, যখনই বলা হবে, তার দল ওই আসনগুলির উপনির্বাচনের জন্য প্রস্তুত।

টিটিভি দিনাকরণের অনুগত ১৮ বিধায়ক এআইএডিএমকে থেকে বেরিয়ে গিয়ে আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগম (এএমএমকে) নামে নতুন গঠিত দলে যোগ দেন।

১৮ সেপ্টেম্বর বিধানসভার স্পিকার বিধায়কদের সদস্যপদ বাতিল করে দেন। পরে এই বিধায়করা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে রাজ্যপালের সঙ্গেও দেখা করেছিলেন।

English summary
Madras High Court upholds disqualification of 18 AIADMK MLAs, big setback for Dhinakaran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X