For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরু আন্নার পাশেই সমাধিস্থ হবেন করুণানিধি, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

শেষ অবধি রাজনৈতিক গুরুর পাশেই সমাধিস্থ হওয়ার ছাড় পেলেন এম করুণানিধি।

  • |
Google Oneindia Bengali News

শেষ অবধি রাজনৈতিক গুরু আন্নাদুরাইয়ের পাশেই সমাধিস্থ হওয়ার ছাড় পেলেন এম করুণানিধি। মেরিনা বিচেই কলাইনরকে সমাধিস্থ করার যে আবেদন নিয়ে ডিএমকে আদালতে গিয়েছিল তা মেনে নিয়ে তামিলনাড়ু সরকারকে মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে মেরিনা বিচে করুণানিধিকে সমাধিস্থ করার যাবতীয় ব্যবস্থা সেরে ফেলতে।

গুরু আন্নার পাশেই সমাধিস্থ হবেন করুণানিধি

আদালত জানিয়েছে, তামিলনাড়ু সরকার যেন সমাধিস্থ করার সমস্ত কাজ শেষ হওয়ার পরে সেখানে করুণানিধির মেমোরিয়াল বানিয়ে দেয়। আন্না মেমোরিয়ালের কাছেই কলাইনরকে সমাধিস্থ করার যে আর্জি ডিএমকে জানিয়েছিল তাও আদালত মেনে নিয়েছে।

রাজাজি হলে করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন আমজনতা থেকে হেভিওয়েটরা। সেখানে সকাল থেকেই জনচ্ছ্বাস চোখে পড়ছে। তার উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন। এরপরে একে একে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়, এইচডি কুমারস্বামী, চন্দ্রশেখর রাও, চন্দ্রবাবু নাইড়ুর মতো নেতা ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কলাইনরকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসবেন।

প্রসঙ্গত, তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধির মৃত্যুর অব্যবহিত পর ডিএমকে দলের তরফে পুত্র এমকে স্তালিন এআইএডিএমকে সরকারের কাছে আবেদন করেন যাতে কলাইনরকে মেরিনা বিচেই সমাধিস্থ করার ব্যবস্থা করা হয়। তবে আইনি জটিলতার কারণ দেখিয়ে সেই আবেদনে সাড়া দেয়নি ই পলানিস্বামীর সরকার। বদলে চেন্নাইয়ের গান্ধী মন্ডপনের কাছে দুই একর জমি দেওয়ার প্রস্তাব আসে। সেই প্রস্তাবে রাজি না হয়ে আদালতের দ্বারস্থ হয় ডিএমকে। মধ্যরাতে হাইকোর্ট বসে। তবে ফয়সালা হয় এদিন সকালে।

ডিএমকে-র প্রতিষ্ঠাতা আন্নাদুরাইয়ের সমাধি রয়েছে মারিনা বিচে। সেখানে বিরোধী নেতা এমজি রামচন্দ্রণ ও জে জয়ললিতাকেও সমাধিস্থ করা হয়েছে। এবার রাজনৈতিক গুরু আন্নাদুরাইয়ের কাছেই স্থান পাবেন কলাইনরও।

English summary
Madras High Court pronounces verdict: M Karunanidhi to get a burial at the Marina Beach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X