For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে আর নয় জীবিত ব্যক্তির ছবি, নির্দেশ দিল আদালত

জীবিত ব্য়ক্তির ছবি কোনও পোস্টার বা হোর্ডিংয়ে দেওয়া যাবে না তামিলনাড়ুতে। এমনই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

জীবিত ব্য়ক্তির ছবি কোনও পোস্টার বা হোর্ডিংয়ে দেওয়া যাবে না তামিলনাড়ুতে। এমনই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। রাজনীতিবিদ ও ছবির তারকাদের বড় বড় কাটআউট ও হোর্ডিং দক্ষিণী রাজ্যগুলির সংস্কৃতি। সেইসঙ্গে তামিলনাড়ুর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনবহুল এলাকাগুলি থেকেও বড় বড় হোর্ডিং ও পোস্টার সরানোর নির্দেশ দিয়েছে আদালত।

পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে আর নয় জীবিত ব্যক্তির ছবি, নির্দেশ দিল আদালত

মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, রাজ্যে কোনও হোর্ডিং, ফ্লেক্স বা পোস্টার লাগানোর অনুমতি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেয় তবে তাদের এটা মাথায় রাখতে হবে যে, কোনও জীবিত ব্য়ক্তির ছবি যেন তাতে না থাকে। অর্থাৎ এবার থেকে মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা কোনও রাজনীতিবিদের ছবি থাকতে পারবে না হোর্ডিং বা পোস্টারে। সেইসঙ্গে কোনও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজকের ছবির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে বিচারপতি এস বৈদ্যনাথনের বেঞ্চ।

পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে আর নয় জীবিত ব্যক্তির ছবি, নির্দেশ দিল আদালত

দক্ষিণী রাজ্যগুলিতে ক্ষমতা প্রদর্শন করতে রাজনৈতিক ব্যক্তিদের কাট আউট বা পোস্টার নতুন কিছু নয়। যার ক্ষমতা যত বেশি, তার কাটআউটের উচ্চতাও তত বেশি। অবস্থা এমন দাঁড়ায় যে অনেক সময়ে কাটআউটের জেরে ঘিঞ্জি এলাকায় বাড়ি-ঘরের দরজা- জানালা পর্যন্ত ঢেকে যায়। তারই বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছিলেন জনৈক বি ত্রিলোচনা কুমারি। তাঁর অভিযোগ, পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে এবং পাল্টা তাঁর বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়।

পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে আর নয় জীবিত ব্যক্তির ছবি, নির্দেশ দিল আদালত

এদিকে মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়াতেও উপচে পড়ছে অভিনন্দনবার্তা ।

English summary
Madras HC bars use of photos of living persons on banners and hoardings in Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X