For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Madhyamik Examination 2022: সোমবার থেকে শুরু মাধ্যমিক, মানতে হবে কী কী নিয়ম জেনে নিন

Madhyamik Examination 2022: সোমবার থেকে শুরু মাধ্যমিক, মানতে হবে কী কী নিয়ম জেনে নিন

Google Oneindia Bengali News

করোনা আবহে ২ বছর পর প্রথম স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। সোমবার থেকেই শুরু হচ্ছে পরীক্ষা। করোনা সংক্রমণের কারণে একাধিক বিধিনিষেধ মেনেই পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। একাধিক কড়া নির্দেশিকা জারি করেছে পর্ষদ। হলে বসে পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার্থীদের িক কি নিয়মাবলি মানতে হবে তার লম্বা নির্দেশিকা জারি করা হয়েছে।

২ বছর পর মাধ্যমিক পরীক্ষা

২ বছর পর মাধ্যমিক পরীক্ষা

করোনা মহামারী ভয়াবহ আকার নেওয়ায় প্রায় ২ বছর বন্ধ ছিল রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণ কমে যাওয়ার কারণে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েেছ রাজ্যে। অনেক স্কুলেই অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে শিক্ষা দফতর। সেই মত স্কুল গুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে। করোনা আবহে প্রায় ২ বছর পর হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। করোনা সংক্রমণ শুরু হওয়ার বছরে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ঠিকই। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাঝপথে বন্ধ করে দিয়ে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। তার পরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষাই নেওয়া হয়নি। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে পরীক্ষা নম্বর প্রকাশ করা হয়েছিল।

কী কী নির্দেশিকা মানতে হবে

কী কী নির্দেশিকা মানতে হবে

২ বছর পর স্কুলে গিয়ে পরীক্ষা দেবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। করোনা আবহে পরীক্ষা হচ্ছে বলে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এবারে প্রায় ১১,২৬,৮৬৩ জন পরীক্ষা দেবেন। পরীক্ষার হলে কোভিড বিধি মেনে পরীক্ষা দিতে হবে বলে জানানো হয়েছে। পরীক্ষার হলে মাস্ক পরে আসতে হবে পড়ুয়াদের। মানতে হবে দূরত্ব বিধি। পরীক্ষার্থীদের প্রয়োজনে মাস্কও দিতে হবে। স্যানিটাইজার দিতে হবে পরীক্ষার হলে ঢোকার আগে। পরীক্ষায় বসার ক্ষেত্রেও দূরত্ব বিধি মানতে হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ অসুস্থ থাকলে তাঁকে আইসোলেশনে থেকে পরীক্ষা দিতে হবে। সেই সঙ্গে স্পর্ষ কাতর এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

কখন থেকে পরীক্ষা

কখন থেকে পরীক্ষা

পর্ষদ ঘোষিত নিয়ম অনুযায়ী সকাল ১১টা ৪৫ মিনিট থেকে শুরু হবে পরীক্ষা। তার আগে ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হবে। বিকেল ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। এবছর ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড বলে মনে করা হচ্ছে। ৫,৫৯,০০০ ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। ৬,২৬,৮০৪ জন ছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষা দেবেন। গত বছর পরীক্ষা না হওয়ায় ১০০ শতাংশ মাধ্যমিক পরীক্ষার্থী পাস করেছিল। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী হওয়ায় এবার অ্যাডমিট কার্ড পাননি অনেচ পরীক্ষার্থী এই নিয়ে পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা।

 উচ্চমাধ্যমিক পরীক্ষাও অফলাইনে

উচ্চমাধ্যমিক পরীক্ষাও অফলাইনে

এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হবে অফলাইনে। ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে জয়েন্ট পরীক্ষা থাকায় বদলানো হয়েছে পরীর দিন। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনও সূচি ঘোষণা করা হয়নি। আগামী সপ্তাহে নতুন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।

English summary
all details of Madhyamik examination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X