For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশের মসনদে বিজেপি এন্ট্রি নিতেই জ্যোতিরাদিত্যকে নিয়ে বড় সিদ্ধান্ত! শুরু আলোচনা

মধ্যপ্রদেশের মসনদে বিজেপি এন্ট্রি নিতেই জ্যোতিরাদিত্যকে নিয়ে বড় সিদ্ধান্ত! শুরু আলোচনা

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে কার্যত তুড়ি মেরে আস্থা ভোট জিতে নিয়েছে বিজেপি। জ্যোতিরাদিত্য শিবিরকে দখলে নিয়ে এদিন আস্থাভোটে অনায়াসেই বাজি মাত করে দেয় শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন বিজেপি। এবার 'মহারাজ' (জ্যোতিরাদিত্য) শিবরাজ জুটি মধ্যপ্রদেশের বুকে এন্ট্রি নিতেই প্রথম বড় সিদ্ধান্ত উঠে এলো জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে।

জ্যোতিরাদিত্যকে নিয়ে বড় সিদ্ধান্ত

জ্যোতিরাদিত্যকে নিয়ে বড় সিদ্ধান্ত

এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে যে জালিয়াতির পুরনো মামলা কংগ্রেসের কমলনাথ সরকার ফের একবার খুলেছিল, তা আজ বন্ধ করে দিল বিজেপির শিবরাদ সরকার।

কোন অভিযোগ ছিল জ্যোতিরাদিত্যর বিরুদ্ধে?

কোন অভিযোগ ছিল জ্যোতিরাদিত্যর বিরুদ্ধে?

জ্যোতিরাদিত্যর বিরুদ্ধে মূলত একটি জমি বিক্রির ক্ষেত্রে নথিপত্র জাল করার অভিযোগ রয়েছে। এমন অভিযোগ ২০১৪ সালের। সেই সময় সরকারী জমি বিক্রির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে ২০১৮ সালে সেই মামলায় অভিযোগ আসা বন্ধ হয়ে যায়। এরপর জ্যোতিরাদিত্য শিবির বদলাতেই ২০২০ সালে ফের সেই মামলার খাতা খুলেছে মধ্যপ্রদেশের বর্তমান কংগ্রেস সরকার।

সিন্ধিয়াদের নাম রয়েছে জালিয়াতিতে!

সিন্ধিয়াদের নাম রয়েছে জালিয়াতিতে!

০১৪ সালে জনৈক সুধীন্দ্র শ্রীবাস্তব, জ্যোতিরাদিত্যর মা মাধবী রাজ সিন্ধিয়ার থেকে জমি নেওয়ার সময় রেজিস্ট্রিতে একটি জালিয়াতি ধরা পড়ে। ১৫৮০০ বর্গফুটের জমি থেকে সেই সময় ৬ হাজার বর্গফিট বাদ দিয়ে রেজিস্ট্রি হয় বলে অভিযোগ রয়েছে। এরপরই জ্যোতিরাদিত্য সহ তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

 মধ্যপ্রদেশ সরকার আজ কী জানিয়েছে?

মধ্যপ্রদেশ সরকার আজ কী জানিয়েছে?

মধ্যপ্রদেশ সরকার আজ জানিয়েছে, অভিযোগকারী সুরেন্দ্র শ্রীবাস্তব মধ্যপ্রদেশ সরকারের কাছে বিষয়টি নিয়ে পর্যালোচনার দাবি জানান। সরকার বিষয়টি গোয়ালিয়ার অফিসে পাঠাতেই, তারা মামলাটি বন্ধ করে দেয়।

উহানে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ, নতুন করে বাড়ছে আতঙ্কউহানে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ, নতুন করে বাড়ছে আতঙ্ক

English summary
Madhya Prdesh, forgery case against Jyotiraditya Scindia closed after BJP's entry in state power.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X