For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিশ্রুতি পূরণ বিজেপির, অসম-উত্তরপ্রদেশের পর বিনামূল্যে করোনা টিকার সিদ্ধান্ত মধ্যপ্রদেশের

তৃতীয় বিজেপি শাসিত রাজ্য হিসাবে বিনামূল্য করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত মধ্যপ্রদেশের

  • |
Google Oneindia Bengali News

১ মে থেকে ১৮ বছরের বেশি দেশের সমস্ত নাগরিককে করোনা টিকা দেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এদিকে এরমাঝে আদম-আদমির জন্য একের পর এক খুশির খবর শোনাচ্ছে বিভিন্ন রাজ্য। অসম, উত্তরপ্রদেশের পর এবার বিজেপি শাসিত রাজ্যের তালিকায় মধ্যপ্রদেশও এবার বিনামূল্যেই রাজ্যেই সমস্ত মানুষকে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল বলে জানা যাচ্ছে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

প্রতিশ্রুতি পূরণ বিজেপির, অসম-উত্তরপ্রদেশের পর বিনামূল্যে করোনা টিকার সিদ্ধান্ত মধ্যপ্রদেশের

এদিকে সম্প্রতি বিনামূল্য রাজ্যবাসীদের টিকাকরণের কথা জানাতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। টুইট করে সে কথা জানান তিনি। পরবর্তীতে একই রাস্তায় হাঁটতে দেখা যায় অসমকেও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে সকলকে জানিয়েছেন, অসমের ১৮ থেকে ৪৫ বছরের সব বাসিন্দাকে করোনা টিকা দেওয়া হবে। এদিকে ইতিমধ্যেই করোনাকে রুখতে সপ্তাহান্তে লকডাউনের মতো পদক্ষেপ করেছে যোগী সরকার। শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে বুধবারই করোনা টিকা কোভিশিল্ডের নতুন দাম ঘোষণা করেছে সিরাম ইন্সস্টিটিউট। বুধবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে একথায় জানায় সিরাম। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এই মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। কিন্তু সরকারি হাসপাতালে তা পড়বে ৪০০ টাকা। কেন্দ্র প্রতি ডোজ টিকা পাবে আগের নির্ধারিত মূল্য অর্থাৎ ১৫০ টাকাতেই। এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কবলে পড়েছেন ২ লক্ষ ৯৫ হাজারের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড।

English summary
madhya pradesh the third bjp ruled state has decided to provide free corona vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X