For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরীক্ষার খাতায় ব্লু হোয়েল গেম নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখল কিশোর, শোরগোল মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশের রায়গড় জেলায় এক দশম শ্রেণির কিশোর পরীক্ষার খাতায় ব্লু হোয়েল নিয়ে নিজের ভয় ও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখে এসেছে। যা সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ব্লু হোয়েল গেম নিয়ে সারা দেশে ভিতরে ভিতরে চাপা উত্তেজনা এখনও রয়েছে। এর ফাঁদ থেকে এখনও সকলে বেরতে পারেনি। তার প্রমাণ মিলল মধ্যপ্রদেশের রায়গড় জেলায়। সেখানে এক দশম শ্রেণির কিশোর পরীক্ষার খাতায় ব্লু হোয়েল নিয়ে নিজের ভয় ও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখে এসেছে। যা সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে।

পরীক্ষার খাতায় ব্লু হোয়েল গেম নিয়ে অভিজ্ঞতার কথা লিখল কিশোর

দশম শ্রেণির ছাত্রটি সংষ্কৃত পরীক্ষার খাতায় লিখেছে কীভাবে সে ব্লু হোয়েল গেমের ৪৯তম ধাপে পৌঁছেছে। এবং শেষতম ধাপ অর্থাৎ ৫০তম ধাপ যেখানে আত্মহত্যা করার কথা বলা হয়েছে, সেই ধাপে পৌঁছে ভয় পেয়ে গিয়েছে।

ছাত্রের পরীক্ষার উত্তরপত্র শিক্ষিকার হাতে পৌঁছলে তিনি সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। স্থানীয় প্রশাসনকেও জানানো হয়। এই মুহূর্তে ছাত্রটির কাউন্সেলিং চলছে। স্থানীয় খিলচিপুরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রবীণ প্রজাপতি জানিয়েছেন, দশম শ্রেণির স্কুল পরীক্ষার সময় উৎকৃষ্ট বিদ্যালয়ের ছাত্র সংষ্কৃত পরীক্ষার খাতায় ব্লু হোয়েল গেমের ৪৯তম ধাপ পর্যন্ত লিখে আসে।

পাশাপাশি এটাও জানায় যে শেষধাপ অর্থাৎ আত্মহত্যা করার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। হুমকি দেওয়া হয়েছে, সে আত্মহত্যা না করলে বাবা-মাকে খুন করা হবে। উত্তরপত্র শিক্ষিকার হাতে পৌঁছনোর পরই তিনি সকলকে জানালে শিক্ষক, স্থানীয়রা মিলে একটি দল তৈরি করে ছাত্রটির সঙ্গে দেখা করে কাউন্সেলিং করছে। মনের ভয় কাটানোর চেষ্টা করছে।

পরিবারের লোকেরা জানিয়েছেন, ছাত্রটি নিজের হাত কাটা সহ একাধিক ছবি আপলোড করে ফেলেছিল। শেষ ধাপে পৌঁছে শেষ অবধি সম্বিত ফেরে। আপাতত তাঁর কাউন্সেলিং চলছে।

English summary
Madhya Pradesh student writes about Blue Whale game in school exam, police starts probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X