For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে ভোটার প্রায় ৫ কোটি! নিরাপত্তায় মোতায়েন ১ লক্ষ ৮০ হাজার রক্ষী

রাত পোহালেই ভোট মধ্যপ্রদেশের ২৩০ টি বিধানসভা আসনে। রাজ্যের পুলিশ এবং কেন্দ্রের আধাসামরিক বাহিনী মিলিয়ে নিরাপত্তারক্ষীর সংখ্যা ১,৮০,০০০ জন। ভোটের নিরাপত্তার রাখা হয়েছে হোমগার্ডদেরও।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই ভোট মধ্যপ্রদেশের ২৩০ টি বিধানসভা আসনে। রাজ্যের পুলিশ এবং কেন্দ্রের আধাসামরিক বাহিনী মিলিয়ে নিরাপত্তারক্ষীর সংখ্যা ১,৮০,০০০ জন। ভোটের নিরাপত্তার রাখা হয়েছে হোমগার্ডদেরও। প্রায় ৫ কোটি ভোটার এই নির্বাচনে অংশ নেবেন।

মধ্যপ্রদেশে সরাসরি লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে। চতুর্থবারের জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন শিবরাজ সিং চৌহান। ২০১৩-র নির্বাচনে ২৩০ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১৬৬ টি আসনে। কংগ্রেস ও বিএেসপি পেয়েছিল যথাক্রমে ৫৮ ও ৪ টি আসন। নির্বাচনে ৩ নির্দলীয় জয়লাভ করেছিল।

মধ্যপ্রদেশে ভোটার প্রায় ৫ কোটি! নিরাপত্তায় মোতায়েন ১ লক্ষ ৮০ হাজার কর্মী

মধ্যপ্রদেশের ভোটে বুথের সংখ্যা প্রায় ৬৫ হাজার। এরমধ্যে ২ হাজার বুথ পুরোপুরি মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত। জানিয়েছেন মুখ্য নির্বাচনী অফিসার ভিএল কান্থা রাও। ৬৫ হাজার বুথের জন্য ৪৫ হাজার জন মহিলা-সহ ৩ লক্ষ রাজ্য সরকারি কর্মীকে নিযুক্ত করা হয়েছে। ১২ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মীকেও নিযুক্ত করা হয়েছে। ১৬০ টি বুথ থাকবে শারীরিক প্রতিবন্ধী কর্মীদের নিয়ে ।

যাঁদের দেখতে অসুবিধা রয়েছে, তাঁদের জন্য ভোটদানে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার জানিয়েছেন, রাজ্য পুলিশের ৮৫ শতাংশ এবং হোমগার্ডদের ৯০ শতাংশকে এবারের ভোটের ডিউটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের পুলিশ, কনস্টেবল এবং হোমগার্ডদের ধরলে রাজ্যের তরফে নিরাপত্তা বাহিনীর সংখ্যাটা প্রায় ৮০ হাজারের মতো। এছাড়াও ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী-সহ নিরাপত্তারক্ষীর সংখ্যাটা প্রায় একলক্ষের মতো।

২৩০ আসনের বিধানসভায় ভোটগণনা ১১ ডিসেম্বর।

English summary
Madhya Pradesh is going for assembly election on Wednesday, the 28th November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X