For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোমূত্র ফিনাইলেই পরিষ্কার হবে সরকারি দফতর! নির্দেশিকা জারি মধ্যপ্রদেশের গো-মন্ত্রিসভার

গোমূত্র ফিনাইলেই পরিষ্কার হবে সরকারি দফতর! নির্দেশিকা জারি মধ্যপ্রদেশের গো-মন্ত্রিসভার

  • |
Google Oneindia Bengali News

গো-রক্ষায় ইতিমধ্যেই পৃথক মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। পশুপালন, বন, পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন, রাজস্ব, স্বরাষ্ট্র ও কৃষক কল্যাণ বিভাগকেও এই ক্যাবিনেটের অন্তর্ভুক্ত করা হয়। এবার দায়ভার গ্রহণের পরেই সরকারি দফতরের সফাই প্রসঙ্গে বড়সড় সিদ্ধান্ত নিল এই গো মন্ত্রিসভা। সূত্রের খবর, এখন থেকে রাজ্যের সমস্ত সরকারি দফতর অফিস-কাছারিতে সাফাই কাজে গোমূত্র ফিনাইল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এই মন্ত্রিসভার তরফে। যা নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।

গোমূত্র ফিনাইলেই পরিষ্কার হবে সরকারি দফতর! নির্দেশিকা জারি মধ্যপ্রদেশের গো-মন্ত্রিসভার

গত শনিবার রাজ্যের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে বলে জানা যাচ্ছে। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি সরকারি অফিস থেকে রাসায়নিকে তৈরি ফিনাইলের ব্যবহার বন্ধ করতে হবে। বদলে ব্যবহার করতে হবে গোমূত্র থেকে তৈরি ফিনাইল। এমনকী দ্রুত সম্ভব নির্দেশিকা কার্যকর করতেও কড়া বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

এই নির্দেশিকা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আলোড়ন তৈরি হলেও এতে 'গরু'র প্রতি মানুষের যে সম্মান বাড়বে বলেই মনে করছেন মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী প্রেমসিং পটেল। এমনকী রাজ্যে গোমূত্রের বটলিং প্ল্যান্ট ও গোমূত্রের ফিনাইল কারখানা স্থাপন করাই এহেন সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলেও জানান তিনি। যে গরু দুধ দিতে পারে না, এই সিদ্ধান্তের ফলে পশুপালকরা তাদের আর পরিত্যাগ করতে পারবে না বলেও জানান তিনি। এতে মধ্যপ্রদেশে গরু, গবাদি পশুদের অবস্থাও ভাল হবে বলেও তাঁর মত।

বিজেপি নেতা স্বামী এবার 'বেসুরো'! পেট্রোলের দাম নিয়ে 'সীতার নেপাল, রাবণের লঙ্কা'র সঙ্গে তুলনা 'রামের ভারতের' বিজেপি নেতা স্বামী এবার 'বেসুরো'! পেট্রোলের দাম নিয়ে 'সীতার নেপাল, রাবণের লঙ্কা'র সঙ্গে তুলনা 'রামের ভারতের'

English summary
In Madhya Pradesh, guidelines have been issued for cleaning government offices in with phenyl made of cow urine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X