For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি মধ্য প্রদেশে, মৃত ৩২

কেরল, মহারাষ্ট্রের পথেই এগোচ্ছে মধ্য প্রদেশ। প্রবল বর্ষণে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মধ্য ভারতের এই রাজ্য। অতি বৃষ্টি রাজ্যের সব নদীর জল ফুঁসছে। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।

Google Oneindia Bengali News

কেরল, মহারাষ্ট্রের পথেই এগোচ্ছে মধ্য প্রদেশ। প্রবল বর্ষণে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মধ্য ভারতের এই রাজ্য। অতি বৃষ্টি রাজ্যের সব নদীর জল ফুঁসছে। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে লাগাতার বৃষ্টি চলছে মধ্য প্রদেশে। নর্মদা, তাপ্তি, চম্বল, পার্বতী, শিপ্রা, বলওয়ান্তি, অনস, রুপারেল, সুক্কড নদীর জলস্তর বেড়ে বিপদীমার উপর দিয়ে বইছে। প্রায় ২৮টি জলাধারের ৭টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে।

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি মধ্য প্রদেশে, মৃত ৩২

যার মধ্যে অন্যতম খান্ডওয়ার ওঙ্কারেশ্বর জলাধার, গুণার কৃষ্ণসাগর জলাধার, জব্বলপুরের বার্গি জলাধার, ধরের মাহি জলাধার এবং ভোপালের ভবদা জলাধার। ভোপাল সহ মধ্যপ্রদেশের ৫২টি জেলায় গত তিনদিনে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার কারণে জলাধারগুলির জল বেড়ে গিয়েছে।

সূত্রের খবর ধর জেলায় ৯ বছরের এক বালক বলবন্তি নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে। দীর্ঘ কয়েকঘণ্টা খোঁজাখুঁজির পর কিছুদূরে উদ্ধার হয় বালকের দেহ। অন্যদিকে পশ্চিম মধ্য প্রদেশের রুপালি নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে এক ব্যক্তি এখনও তাঁর দেহ উদ্ধার হয়নি। নর্মদা নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে মধ্যপ্রদেশ লাগোয়া সর্দার সরোবর জলাধারের গেটও খুলে দেওয়া হয়েছে। প্লাবিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যপ্রদেশের রাজস্বমন্ত্রী প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।

English summary
Madhya Pradesh flood situation worsen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X