For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্য়প্রদেশ কার দখলে! বলে দেবে ১৯ টি আসন, এখনও বাকি ১২ রাউন্ডের গণনা

'হিন্দুস্তান কা দিল' মধ্যপ্রদেশ দখলের লড়াইয়ে ক্রমেই জমে উঠছে রাজনৈতিক ভোটাঙ্গনের যুদ্ধ। একদিকে বিজেপির শিবরাজ সিং চৌহানের টিকে থাকার লড়াই অন্যদিকে ১৫ বছর পর কংগ্রেসের জমি দখলের লড়াই।

  • |
Google Oneindia Bengali News

'হিন্দুস্তান কা দিল' মধ্যপ্রদেশ দখলের লড়াইয়ে ক্রমেই জমে উঠছে রাজনৈতিক ভোটাঙ্গনের যুদ্ধ। একদিকে বিজেপির শিবরাজ সিং চৌহানের টিকে থাকার লড়াই অন্যদিকে ১৫ বছর পর কংগ্রেসের জমি দখলের লড়াই। সব মিলিয়ে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের রাজনৈতিক মহারণ ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এদিকে, ১১ ডিসেম্বর সকাল থেকে ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস এগিয়ে যায় ।মধ্যপ্রদেশে বাকি ১৯ টি আসনের গণনাতেই নির্ধারিত হতে চলেছে মসনদের দখলে কারা জয়ী হবেন। এখনও সেখানে কয়েকটি রাউন্ডের গণনা বাকি। যে সমস্ত আসের গণনা বাকি রয়েছে তাতে বিজেপি ও কংগ্রেস ৯টি করে আসনে এগিয়ে।

মধ্যপ্রদেশের মসনদ দখলে হাড্ডাহাড্ডা লড়াই কংগ্রেস-বিজেপির, প্রাথমিক পরিসংখ্যানে পাল্লা ভারী কার

যদিও কংগ্রেসের সঙ্গে সমান তালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাল্লা দিয়ে চলেছে বিজেপি। মধ্যপ্রদেশের বুধনি থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এগিয়ে থাকলেও, তাঁর মন্ত্রিসভার একাধিক মন্ত্রী পিছিয়ে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে। মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জয়ন্ত মালিয়া, মন্ত্রী লাল সিং সহ প্রায় ৮ জন বিজেপির হেভিওয়েট মন্ত্রী নিজের আসনে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে, প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস অনেকটাই মাইলেজ পেয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রদেশের রাজনৈতিক প্রাঙ্গনে কংগ্রেসের জমি ফের একবার পোক্ত করার দুই কারিগর হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কমলনাথ। যদিও সূত্রের দাবি , এই দুই দুঁদে রাজনীতিবিদের মধ্যে আভ্যন্তরীন টানাপোড়েন রয়েছে যথেষ্ট। তবে সেই সমস্ত ব্যক্তিগত সমস্যা কাটিয়েও কংগ্রেস মধ্যপ্রদেশে যেভাবে সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে তাতে এই দুই কংগ্রেস নেতার গুরুত্ব অপরিসীম।

[আরও পড়ুন: ফের তেলাঙ্গানার তখতে কেসিআর, বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারল না কং-টিডিপি মহাজোট ][আরও পড়ুন: ফের তেলাঙ্গানার তখতে কেসিআর, বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারল না কং-টিডিপি মহাজোট ]

এদিকে, ভোটের ফলাফলের প্রাথমিক ট্রেন্ডের খবর ছড়াতেই আনন্দে মেতে ওঠেন মধ্যপ্রদেশের কংগ্রেস কর্মীরা। অন্যদিকে, বেলা সাড়ে ১০ নাগাদ মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে বসে সেরাজ্যের বিজেপি মন্ত্রিসভা। প্রসঙ্গত ,ভোটের গণনা যেদিকে এগোচ্ছে ও রাজনৈতিক প্রেক্ষাপটের নিরিখে বহু বিশেষজ্ঞের ধারণা মধ্যপ্রদেশে ত্রিশঙ্কু বিধানসভা ফলাফলের পথে এগিয়ে চলেছে ফলাফলের ট্রেন্ড।

[আরও পড়ুন:ছত্তিশগড়ে কংগ্রেস-বিজেপি-র হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে পড়লেন রমন সিং ][আরও পড়ুন:ছত্তিশগড়ে কংগ্রেস-বিজেপি-র হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে পড়লেন রমন সিং ]

English summary
Madhya Pradesh Election Result early trend, close fight between Congress and BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X