For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিজাব বিতর্কে পারদ চড়ল মধ্যপ্রদেশে, বিশ্ব হিন্দু পরিষদের আন্দোলের জেরে কলেজে নিষিদ্ধ হল হিজাব

হিজাব বিতর্কে পারদ চড়ল মধ্যপ্রদেশে, বিশ্ব হিন্দু পরিষদের আন্দোলের জেরে কলেজে নিষিদ্ধ হল হিজাব

Google Oneindia Bengali News

হিজাব বিতর্কে পারদ চড়ল মধ্য প্রদেশে। রাজ্যের ডাটিয়া জেলায় হিজাব পরে কলেজ আসা নিয়ে তুমুল বিক্ষোভ শুরু করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মেয়েরা। কলেজ ক্যাম্পাসে মুসলিম মেয়েদের হিজাব পরে আসার প্রতিবাদে সরব হয়েছিলেন তাঁরা। তারপরেই কলেজের মধ্যে হিজাব পরে আসার উপরে নিষেধাজ্ঞা জারি করে এই কলেজ। এদিকে কর্নাটকে তীব্র প্রতিবাদের পরে কলেজে সাময়িক ভাবে হিজাব পরে আসার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

মধ্য প্রদেশের কলেজে হিজাবের প্রতিবাদে বিক্ষোভ

মধ্য প্রদেশের কলেজে হিজাবের প্রতিবাদে বিক্ষোভ

মধ্য প্রদেশের কলেজে হিজাব পরে আসা নিয়ে তুমুল অশান্তি শুরু হয়েছিল সকাল থেকে। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা দুর্গাবাহিনী প্রতিবাদ দেখাতে শুরু করেছিল কলেজ চত্ত্বরে। কলেজের অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে তাঁরা দাবি করেন হিজাব পরা ছাত্রীদের কলেজে ঢোকা বন্ধ করতে হবে। দুর্গাবাহিনীর আহ্বায়ক রানি
শর্মা জানিয়েছেন, কলেজের মধ্যে বোরখা বা হিজাব পরে ছাত্রীরা আসতে পারবেন না। শিক্ষাঙ্গনে সব পড়ুয়া সমান। এখানে ধর্মের কোনও ভেদ থাকবে না। সেকারণেই এই বিক্ষোভ দেখানো হয়েছে।

কলেজে নিষিদ্ধ হল হিজাব

কলেজে নিষিদ্ধ হল হিজাব

বিশ্ব হিন্দু পরিষদের মহিলা বাহিনীর বিক্ষোভের জেরেই কলেজ কর্তপক্ষ শেষ পর্যন্ত কলেজে হিজাব পরে আসার উপর নিষেধাজ্ঞা জারি করে। এদিকে ডাটিয়ার বিধায়ক এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, হিজাব বিতর্ক নিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে। ইতিমধ্যেই জেলা শাসককে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন নরোত্তম মিশ্র। সূত্রের খবর গত সপ্তাহে নাকি কলেজের অধ্যক্ষ কয়েকজন ছাত্রীকে হিজাব পরে আসায় ক্ষমা পত্রে স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন।

হিজাব বিতর্কে পারা চড়ছে

হিজাব বিতর্কে পারা চড়ছে

হিজাব বিতর্কে পারা চড়ছে। কর্নাটকে হিজাব বিতর্ক নিয়ে চলছে। কলেজে হিজাব পরে আসা যাবে না। এমনই নির্দেশিকা জারি করেছিল কর্নাটক সরকার। তার জেরে তুমুল বিক্ষোভ শুরু হয় কর্নাটকে। কলেজে কলেজে হিজাব পরা ছাত্রীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। তারপরেই কর্নাটকে তুমুল অশান্তি তৈরি হয়েছিল। এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয়েছিল কর্নাটকে । তুমুল বিক্ষোেভর জেরে টানা তিনদিন কর্নাটকের সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছিল। কর্নাটক পুলিশের পক্ষ থেকে স্কুল-কলেেজর সামনে বিক্ষোভ-সমাবেশ-মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল।

নিশানায় বিজেপি

নিশানায় বিজেপি

হিজাব বিতর্ক মাথা চারা দিয়েছে গোটা দেশে। প্রায় সব রাজ্যেই এই নিয়ে তুমুল অশান্তি চলছে। সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গিয়েছে। এদিকে এর মধ্যে ঢুকে পড়েছে রাজনীতিও। কর্নাটক সরকারের বিরুদ্ধে গৈরিক সংন্ত্রাস ছড়ানোর চেষ্টাপ অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেছেন হিজাব পরার জন্য কোনও মেয়েকে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। করন হিজাব পরা তাঁর সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। ওই দিকে আবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন কেউ বিকিনি পরবে না শাড়ি পরবে সেটা তার নিজস্ব সিদ্ধান্ত এটা কেই বলে দিতে পারে না। আবার আসাদউদ্দিন ওয়েইসি অভিযোগ করেছেন তিনি যদি ফেজ টুপি পরে সংসদে যেতে পারেন তাহলে কেন হিজাব পরে মেয়েরা কলেজে যেতে পারবে না।

প্রতীকী ছবি

English summary
Hijab Ban in Madhya Pradesh College
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X