For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনের ফল : মধ্যপ্রদেশ বিধানসভা আসন হারাল বিজেপি, জয়ী কংগ্রেস

মধ্যপ্রদেশ বিধানসভা উপনির্বাচনের একটি মাত্র আসন হাতছাড়া হল বিজেপির। দেশজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যে উপনির্বাচনে ঝাবুয়া বিধানসভা আসন দখল করতে পেরে খুশি কংগ্রেস শিবির।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশ বিধানসভা উপনির্বাচনের একটি মাত্র আসন হাতছাড়া হল বিজেপির। দেশজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যে উপনির্বাচনে ঝাবুয়া বিধানসভা আসন দখল করতে পেরে খুশি কংগ্রেস শিবির। এই ফলকে অর্থবহ হিসেবে দেখছে রাহুল গান্ধী শিবির।

মধ্যপ্রদেশ বিধানসভা উপনির্বাচনে আসন হারাচ্ছে বিজেপি

এক বছর আগে বিধানসভা নির্বাচন জিতে মধ্যপ্রদেশে ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন অভিজ্ঞ কমলনাথ। যদিও এরপর স্বার্থের সংঘাত নিয়ে পরোক্ষে দুই ভাগে ভাগ হয় মধ্যপ্রদেশের কংগ্রেস শিবির। গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়। সেই ভাঙন এখন আরও বেশি চওড়া। তা সত্ত্বেও উপনির্বাচনে ঝাবুয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের জয়কে ইঙ্গিতবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মধ্যপ্রদেশের ঝাবুয়া বিধানসভা আসন দখলে রেখেছিল বিজেপি। বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী বিক্রান্ত ভুরিয়াকে হারান বিজেপি প্রার্থী জিএস দামোর। আবার মধ্যপ্রদেশের রথলাম কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দামোর। বিধানসভার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রান্ত ভুরিয়ার বাবা কান্তিলাল ভুরিয়াকে হারিয়ে সংসদে যান দামোর।

এর ফলে খালি হয়ে যাওয়া ঝাবুয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় সোমবার। ভোট দেন ৬২ শতাংশ মানুষ। নির্বাচনের ফলে ঝাবুয়া কেন্দ্র কংগ্রেস পিছনে ফেলে দিয়েছে বিজেপি-কে। কংগ্রেস প্রার্থী কান্তিলাল ভুরিয়া, বিজেপি প্রার্থী ভানু ভুরিয়াকে ২৭৮০৪ ভোটে হারালেন। নির্দল প্রার্থী কল্যান সিং দামোর, নীলেশ দামোর ও রামেশ্বর সিঙ্গারের ভোটকাটির জেরে এই ফল বলে দাবি বিজেপির। উপনির্বাচনে মধ্যপ্রদেশের ঝাবুয়া কেন্দ্রে প্রায় ৫২ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। ৪১ শতাংশ ভোট পেয়েছে বিজেপি।

এনআরসি নিয়ে বিরোধিতা সত্ত্বেও অসমে কর্তৃত্ব বজায় বিজেপির! ভোট শতাংশের নিরিখে সবার আগে গেরুয়া শিবিরএনআরসি নিয়ে বিরোধিতা সত্ত্বেও অসমে কর্তৃত্ব বজায় বিজেপির! ভোট শতাংশের নিরিখে সবার আগে গেরুয়া শিবির

English summary
Madhya Pradesh bypoll remains to Congress, Bjp set to loosing seat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X