For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর পাশে দাপুটে মাদানি, বিপাকে কংগ্রেস

  • By Super
  • |
Google Oneindia Bengali News

সভায় বক্তব্য রাখছেন মোদী
নয়াদিল্লি, ১৬ অক্টোবর : নরেন্দ্র মোদীর জুজু দেখিয়ে ভোট আদায় করবেন না | ক্ষমতায় থেকে মানুষের জন্য কী কী কাজ করেছেন, তার নিরিখেই বরং ভোট চাওয়া উচিত | 'ধর্মনিরপেক্ষ' দলগুলিকে বিঁধে অপ্রত্যাশিতভাবে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পাশে দাঁড়ালেন দাপুটে সংখ্যালঘু নেতা মৌলানা মেহমুদ মাদানি |

আসন্ন লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে নিয়ে সংখ্যালঘুরা কী ভাবছে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জামিয়াত-ই-উলেমা-ই-হিন্দের নেতা মেহমুদ মাদানি বলেন, "এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন কোনও একজন ব্যক্তি ক্ষমতা দখল করলে দেশের সর্বনাশ হবে ! কিন্তু মুসলিমরা এতে ভীত নয় | তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলির কাছে আমার অনুরোধ, আপনারা নেতিবাচক কথা বলে ভোটে আদায় করবেন না | গঠনমূলক পথ বেছে নিন | ভেবে দেখুন আপনারা যে যে রাজ্যে ক্ষমতাতে আছেন, সেখানে কী করেছেন? আর ভবিষ্যতে সাধারণ মানুষকে ন্যায়বিচার, ন্যূনতম সুবিধাটুকু আপনারা দেবেন কি না? নির্বাচনী ইশতেহারে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব কি পালন করেছেন? আগে নিজেদের দিকে তাকান |" তিনি অবশ্য কংগ্রেস বা কোনও তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের নাম করেননি | কিন্তু মৌলানা মেহমুদ মাদানির বক্তব্য শুনে তড়িঘড়ি কংগ্রেস-এর প্রতিক্রিয়া, "আমরা কোনও নেতিবাচক কথা বলছি না | নরেন্দ্র মোদী কী করেছেন, সবাই জানে | ওঁর বিরুদ্ধে ভীতি আগে থেকেই রয়েছে |" আর উল্লসিত বিজেপির বক্তব্য, কংগ্রেস মানুষে-মানুষে বিভাজন করে ক্ষমতাতে টিকে থাকতে চায় | ওদের কোনও আদর্শ নেই | সংখ্যালঘুরা নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেন | এটা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই | আসলে, মাদানি এর আগে এভাবে নরেন্দ্র মোদী তথা বিজেপির পাশে দাঁড়াননি | নতুন রাজনৈতিক সমীকরণের গন্ধ পেয়ে তাই আতঙ্কিত কংগ্রেস | পাছে হিন্দি বলয়ের বিরাট সংখ্যালঘু ভোটে ধস নামে, সেই ভয়ে কাঁটা তারা |

প্রসঙ্গত, মাদানির মতো প্রভাবশালী ধর্মগুরুর এমন মন্তব্য খুবই তাত্পর্যপূর্ণ | ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে সংখ্যালঘুদের একটা বড় অংশ মোদীর পাশে এসে দাঁড়াবেন | আর আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যদি কংগ্রেস-এর একচেটিয়া সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারেন, তাহলে নিঃসন্দেহে ভালো ফল করবে বিজেপি | পাশাপাশি এটাও প্রমাণ হবে যে, তাঁর ব্যাপারে সংখ্যালঘুরা ভীত, এই প্রচার-ও সর্বৈব মিথ্যা | সেক্ষেত্রে তাঁর গ্রহণযোগ্যতা আরও বাড়বে | নরেন্দ্র মোদীর কারণে এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছেন যে নীতীশ কুমার, তিনি হয়তো আবার ফিরে আসতে পারেন | তাতে রাজনৈতিকভাবে লাভবান হবে বিজেপি |

English summary
madani stands with modi,congress in trouble
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X