For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ বছর কী ভাবে চলেছে কংগ্রেসের সরকার! জনসভায় জানালেন নরেন্দ্র মোদী

মধ্যপ্রদেশ থেকে নির্বাচনী প্রচারে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেওয়ায় দলের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ১০ বছর রিমোট কন্ট্রোলে কেন্দ্রের সরকার চালিয়েছেন এক মহিলা।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশ থেকে নির্বাচনী প্রচারে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেওয়ায় দলের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ১০ বছর রিমোট কন্ট্রোলে কেন্দ্রের সরকার চালিয়েছেন এক মহিলা। নাম না করে এক্ষেত্রে তিনি সনিয়া গান্ধীকেই বলতে চেয়েছেন।

'রিমোট কন্ট্রোল সরকার'

'রিমোট কন্ট্রোল সরকার'

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ২৮ নভেম্বর। সেথানে এখন তুঙ্গে নির্বাচনী প্রচার। সমাবেশে প্রধানমন্ত্রীর অভিযোগ, ১০ বছর ধরে দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে সরকার চালানো হয়েছে। নিয়ন্ত্রণ করতেন এক মহিলা।

'কংগ্রেস প্রতিবন্ধকতা তৈরি করেছে'

'কংগ্রেস প্রতিবন্ধকতা তৈরি করেছে'

১০ বছর মধ্যপ্রদেশকে কেন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হত। যদি তারা ১৫ বছর সরকারকে সাহায্য করতে পারতেন, মধ্যপ্রদেশকে জনগণের স্বপ্নে নিয়ে যাওয়া যেত এই সময়ের মধ্যে। মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে কংগ্রেস শাসনে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে প্রতিবন্ধকতা তৈরির ঘটনা জনগণকে স্মরণ করতে বলেন তিনি।

১৫ বছরের তুলনা ৫৫ বছরের সঙ্গে

১৫ বছরের তুলনা ৫৫ বছরের সঙ্গে

প্রধানমন্ত্রী মোদী বলেন, যদি তুলনা টানা হয়, বিজেপির ১৫ বছরের শাসনের সঙ্গে কংগ্রেসের ৫৫ বছরের শাসনের সঙ্গে তুলনা করা যায়।

যদি মানুষ ১০ ঘন্টা কাজ করে, তাহলে তিনি দেশের উন্নয়নের জন্য ১১ ঘন্টা কাজ করবেন। জানিয়েছেন প্রধানমন্ত্রী। গরিব মানুষের উন্নয়নের জন্য তারা প্রতিশ্রুতি বদ্ধ। আর সেটাই বিজেপির মন্ত্র, বলেছেন প্রধানমন্ত্রী।

নির্বাচন যত ২৮ নভেম্বের দিকে এগোচ্ছে, রাজনৈতিকদলগুলির মধ্যে প্রতিযোগিতা যেন ততই বাড়ছে। তাঁদের মধ্যে বাড়ছে কাঁদা ছোড়াছুড়ি। এবিষয়ে বিজেপি কিংবা কংগ্রেস, কেউ কাউকে ছাড়ছে না।

এবার জিতলে চতুর্থবার মুখ্যমন্ত্রী

এবার জিতলে চতুর্থবার মুখ্যমন্ত্রী

শিবরাজ সিং চৌহান ২০০৫ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। এটা তার চতুর্থবার মুখ্যমন্ত্রীর হওয়ার জন্য ভোটে যাওয়া। বুধনি কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দিতা করছেন। ১৯৯০ সাল থেকে ওই কেন্দ্র থেকে জিতে আসছেন শিবরাজ সিং চৌহান।

২০০৪ সাল থেকে মধ্যপ্রদেশে ক্ষমতার বাইরে রয়েছে কংগ্রেস। এবার শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে কংগ্রেসের তরফে দাঁড়িয়েছেন, অর্জুন যাদব। রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা ১১ ডিসেম্বর।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Madam ran 'remote control' govt in Delhi, alleged PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X